নওয়াপাড়ায় ডুবে যাওয়া কয়লা বোঝাই জাহাজ উদ্ধার কাজ শুরু হয়নি

0

স্টাফ রিপোর্টার,অভয়নগর (যশোর) ॥ অভয়নগরে কয়লা বোঝাই ‘এমবি প্রবাহ এন্টারপ্রাইজ-২’ নামের কার্গো জাহাজ নদীতে ডুবে যাওয়ার ৩০ ঘন্টা পার হলেও এখনও শুরু হয়নি উদ্ধার কাজ। বাধাগ্রস্ত হচ্ছে জাহাজ চলাচল। দূষিত হচ্ছে ভৈরব নদের পানি।  জানা গেছে, গত শনিবার সকালে উপজেলার রাজঘাট এলাকায় সাহারা গ্রুপের নিজ ঘাটে ‘এমবি প্রবাহ এন্টারপ্রাইজ-২’ ৭৬৫ টন কয়লা নিয়ে জাহাজ ডুবে যায়।
রবিবার দুপুরে সরেজমিনে দেখা যায়, ডুবে যাওয়া জাহাজের চারপাশে কয়লার বিষাক্ত রাসায়নিক দ্রব্য নদে ভাসছে। পানি কালো আকার ধারণ করেছে। যা ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। কয়লা উদ্ধারে কর্তৃপক্ষ কাজ শুরু করছে। ডুবে যাওয়া জাহাজের মাস্টার সোহেল রানা জানান, উদ্ধারকারী জাহাজ আসতে দেরি হবে। আরও দুই দিন লাগতে পারে। তবে রবিবার সকাল থেকে ডুবে যাওয়া কয়লা উদ্ধারের কাজ শুরু করেছে সাহারা গ্রুপ। এ ব্যাপারে যশোর জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হারুন অর রশিদ রবিবার জানান, কয়লার কারণে নদের পানি দূষিত হয়েছে কিনা তা পরীক্ষার জন্য খুলনায় পরীক্ষাগারে পাঠানো হয়েছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। নওয়াপাড়া নদী বন্দরের সহকারী পরিচালক মো. ফরিদুল ইসলাম জানান, তিনি দ্রুত উদ্ধার কাজের নির্দেশনা দিয়েছেন। অস্ট্রেলিয়া থেকে আমদানি করা সাহারা গ্রুপের কয়লা গত মঙ্গলবার মংলা বন্দরের হাড়বাড়িয়া থেকে ‘এমবি প্রবাহ এন্টারপ্রাইজ-২’ জাহাজে লোড দেয়া হয়। ৭৬৫ টন কয়লা নিয়ে ওই দিন অভয়নগরের নওয়াপাড়া নদী বন্দরের উদ্দেশ্যে যাত্রা করে। গত বুধবার রাতে কয়লাবোঝাই জাহাজটি নওয়াপাড়ার রাজঘাট এলাকায় সাহারা গ্রুপের নিজ ঘাটে নোঙর করে। শনিবার সকাল আনুমানিক ৮ টার দিকে জাহাজ থেকে কয়লা আনলোডের সময় জাহাজের তলদেশ দিয়ে হ্যাজে পানি ঢুকতে শুরু করে। দেড় ঘন্টার মধ্যে জাহাজটি ভৈরব নদে তলিয়ে যায়।