খুলনায় যানবাহন কম, সতর্ক অবস্থায় পুলিশ

0

খুলনা সংবাদদাতা॥ হেফাজতে ইসলামের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের কোনো প্রভাব নেই খুলনায়। রোববার (২৮ মার্চ) কোথাও বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। এদিকে সতর্ক অবস্থানে ছিল পুলিশ। একই সঙ্গে খুলনা মহানগরীর বিভিন্ন সড়কে হরতাল বিরোধী মহড়া দিয়েছে ছাত্রলীগ, যুবলীগ ও শ্রমিক লীগের নেতাকর্মীরা। রোববার সকালে খুলনা মহানগরীর ডাংকবাংলো মোড়, ফেরিঘাট মোড়, নিউমার্কেট বায়তুন কমপ্লেক্স, বঙ্গবন্ধু চত্বর (ময়লাপোতা মোড়), শিববাড়ী মোড় ও রূপসা ট্রাফিক মোড় এলাকায় হরতালের প্রভাব দেখা যায় না।
সরেজমিনে ঘুরে দেখা যায়, হরতালের কারণে অন্যান্য দিনের তুলনায় রাস্তায় গণপরিবহন ও লোক সমাগম তুলনামুলক কম ছিল। বড় বাজার ও মার্কেট এলাকাতেও অন্যান্য দিনের চেয়ে কম জনসমাগম দেখা যায়। এদিকে নগরীতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বৃদ্ধি করা হয়েছে টহলও। এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সোনাডাঙ্গা বাস টার্মিনালেও সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। সকাল থেকেই স্বাভাবিকভাবেই ছেড়ে গেছে দূরপাল্লার বাস।

Lab Scan