দোল পূর্ণিমায় বেনাপোল-পেট্রাপোলে বাণিজ্য বন্ধ

0

স্টাফ রিপোর্টার॥ ভারতে দোলযাত্রা বা দোল পূর্ণিমার ছুটি থাকায় দু’দেশের মধ্যে আমদানি-রফতানি বন্ধ রয়েছে। রোববার (২৮ মার্চ) সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ রয়েছে। তবে আমদানি-রফতানি বন্ধ থাকলেও বেনাপোল বন্দরে পণ্য খালাস প্রক্রিয়াসহ পণ্য ওঠানামা স্বাভাবিক রয়েছে বলে জানান বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, বেনাপোল-পেট্রাপোল চেকপোস্ট দিয়ে পাসপোর্টযাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
ভারতের পেট্রাপোল সিঅ্যান্ডএফ স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী বলেন, সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব দোল পূর্ণিমা। এই উৎসবের কারণে আমদানি-রফতানি সংক্রান্ত কাজকর্মের সঙ্গে সম্পৃক্ত সিঅ্যান্ডএফ কর্মীরা নিজ নিজ এলাকায় ফিরে গেছেন। ফলে শনিবার (২৭ মার্চ) দুপুরের পর থেকেই সকল কাজে ভাটা পড়েছে। রোববার এ পথে কোনো আমদানি-রফতানি হবে না। সোমবার (২৯ মার্চ) সকাল থেকে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে। বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, ভারতে হোলি উৎসবের ছুটির জন্য রোববার বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকবে। ছুটির কথা ভারতীয় কাস্টমস কর্তৃপক্ষ আমাদের আগেই জানিয়ে দিয়েছেন। আমদানি-রফতানি বন্ধ থাকলেও বেনাপোল কাস্টমস হাউস ও বন্দরে অন্যান্য স্বাভাবিক কার্যক্রম চলছে।