কলম্বিয়ার কয়লা খাতে কভিডের প্রভাব

0

লোকসমাজ ডেস্ক॥গত বছর কভিড-১৯ মহামারীর প্রভাব পড়েছে ব্যবসা, বাণিজ্য, অর্থনীতিসহ সবকিছুতে। ২০২০ সালে গোটা পৃথিবী ছিল কার্যত অচল। এর প্রভাব পড়েছে কলম্বিয়ার কয়লা খনিতেও। দীর্ঘ লকডাউন ছাড়াও বৃহৎ একটি খনিতে ৯১ দিনের ধর্মঘটের কারণে গত বছর লাতিন এ দেশটিতে কয়লা উত্তোলন কমেছে ৪০ শতাংশ। শুক্রবার এ তথ্য দিয়েছে কলম্বিয়া সরকার। খবর রয়টার্স।
কয়লা রফতানিতে বিশ্বে পঞ্চম কলম্বিয়া। দেশটি গত বছর ৪৯ দশমিক ৫ মিলিয়ন টন কয়লা উত্তোলন করেছে। অথচ তার আগের বছর এর পরিমাণ ছিল ৮২ দশমিক ৪ মিলিয়ন টন। কলম্বিয়ার ন্যাশনাল মাইনিং এজেন্সি দিয়েছে এ তথ্য।
গত বছর পাঁচ মাসের দীর্ঘ লকডাউনের সময় অনেক খনিতেই উত্তোলন সীমিত হয়ে পড়ে। এছাড়া সেরেজন খনির শ্রমিক ইউনিয়ন এ কোম্পানির ইতিহাসে দীর্ঘ ধর্মঘট পালন করেন।
বিএইচপি গ্রুপের যৌথ মালিকানাধীন সেরেজন ছাড়াও অ্যাংলো আমেরিকান পিএলসি ও গ্লেনকোর পিএলসি ড্রামন্ড কলম্বিয়ার অন্যতম শীর্ষ কয়লা উত্তোলক।
কয়লা উত্তোলন কমলেও গত বছর কলম্বিয়ায় স্বর্ণ উত্তোলন আগের বছরের চেয়ে ২৯ দশমিক ৯ শতাংশ বেড়েছে। গত বছর দেশটি ৪৭ দশমিক ৬ টন স্বর্ণ উত্তোলন করে, ২০১৯ সালে যা ছিল ৩৬ দশমিক ৭ শতাংশ। কলম্বিয়ান ন্যাশনাল মাইনিং এজেন্সির মতে, ২০১৭ সালের পর গত বছর সবচেয়ে বেশি স্বর্ণ উত্তোলন করে লাতিন দেশটি। এ সময় নিকেল উত্তোলন ১১ শতাংশ কমে হয়েছে ৭৯ দশমিক ৬ টন।