মম’র আহ্বান

0

লোকসমাজ ডেস্ক॥গতকাল দেশের ৩৫ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অভিনেত্রী জাকিয়া বারী মম অভিনীত সিনেমা ‘স্ফুলিঙ্গ।’ প্রেম, দেশপ্রেম, মুক্তিযুদ্ধের এ ছবিটি নির্মাণ করেছেন তৌকীর আহমেদ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ এবং দেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মুক্তি দেয়া হয়েছে ছবিটি। এতে মম’র চরিত্রের নাম আইরিন। বিশেষ এই সময়ে সিনেমাটি মুক্তি পাওয়ায় বেশ উচ্ছ্বসিত এই অভিনেত্রী। সবাইকে সিনেমাটি দেখার আহ্বান জানিয়েছেন। মম বলেন, কাজটা করার সময় খুব সক্রিয় ছিলাম। দারুণ উপভোগ করেছি। তৌকীর ভাইকে অনেক ধন্যবাদ।
অদ্ভুত সুন্দর গান আছে সিনেমায়। আছে বন্ধুত্ব, বোঝাপড়ার গল্প। গল্পটা বিনোদিত করবে বলে আমার বিশ্বাস। সবাই সিনেমাটি দেখতে যাবেন। এর আগে ২০১৫ সালে ‘ছুঁয়ে দিলে মন সিনেমা’তে মম’র অভিনয় ব্যাপক প্রশংসিত হয়েছিল। নতুন এই সিনেমাটিতে তার অভিনয় দর্শকরা কীভাবে নেন- সেটাই এখন দেখার অপেক্ষায় আছেন এই অভিনেত্রী। এদিকে মম ছোট পর্দার কাজ নিয়েও বেশ ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি ‘মন দরজা’- নামে একটি নাটকেও অভিনয় করেছেন। এটি পরিচালনা করেছেন জনপ্রিয় নাট্যনির্মাতা সাগর জাহান। মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করেছেন নাটকটিতে। এটি আজ আরটিভিতে রাত ৮টায় প্রচারিত হবে। এ ছাড়া সম্প্রতি জি-ফাইভ গ্লোবালে মুক্তি প্রাপ্ত প্রথম বাংলাদেশি ওয়েব সিরিজ অরিজিনাল ‘কন্ট্রাক্ট’- এ দেখা গেছে মমকে।