বাজার মূলধন কমেছে ১০ হাজার কোটি টাকা

0

লোকসমাজ ডেস্ক॥বাংলাদেশের পুঁজিবাজারে গত সপ্তাহ কেটেছে নেতিবাচক ধারায়। এতে বাজারে সূচক কমেছে। এছাড়া, কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর। এ সময় দুই স্টক এক্সচেঞ্জে বাজার মূলধন কমেছে মোট ১০ হাজার ১৮ কোটি ৯৫ লাখ টাকা।
সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহের শুরুতে বাজার মূলধন ছিল ৪ লাখ ৭২ হাজার ৯৭ কোটি ৬৩ লাখ ৬৭ হাজার টাকা। সপ্তাহের শেষ দিনে তা দাঁড়িয়েছে ৪ লাখ ৬৩ হাজার ৩৯৪ কোটি ৬০ লাখ ৪ হাজার টাকায়। ডিএসইতে বাজার মূলধন কমেছে ৮ হাজার ৭০৩ কোটি ৩ লাখ ৬২ হাজার টাকা।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের শুরুতে বাজার মূলধন ছিল ৩ লাখ ৯২ হাজার ১৯৭ কোটি ৪২ লাখ টাকা। সপ্তাহের শেষ দিন তা দাঁড়িয়েছে ৩ লাখ ৯০ হাজার ৮৮১ কোটি ৫০ লাখ টাকায়। সিএসইতে বাজার মূলধন কমেছে ১ হাজার ৩১৫ কোটি ৯২ লাখ টাকা।দুই স্টক এক্সচেঞ্জে গত সপ্তাহে বাজার মূলধন কমেছে মোট ১০ হাজার ১৮ কোটি ৯৫ লাখ টাকা।
ডিএসইতে গত সপ্তাহে লেনদেন হয়েছে ৩ হাজার ৮ কোটি ৮৪ লাখ ২৯ হাজার টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ৬২৭ কোটি ৮৫ লাখ ৮২ হাজার টাকা। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৩৮০ কোটি ৯৮ লাখ ৪৭ হাজার টাকা।
গত সপ্তাহে ডিএসইতে গড় লেনদেন হয়েছে ৬০১ কোটি ৭৬ লাখ ৮৫ হাজার ৯৭২ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৬৫৬ কোটি ৯৬ লাখ ৪৫ হাজার ৫৩০ টাকা। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে গড় লেনদেন কমেছে ৫৫ কোটি ১৯ লাখ ৫৯ হাজার টাকা।
গত এক সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১০৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৩২৭ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়া সূচক ২৯ পয়েন্ট কমে ১ হাজার ২১৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৫২ পয়েন্ট কমে ২ হাজার ২০ পয়েন্টে অবস্থান করছে।ডিএসইতে গত সপ্তাহে মোট ৩৭৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার দর বেড়েছে ৫৩টির, কমেছে ২২১টির এবং অপরিবর্তিত আছে ৯৪টির।
অপরদিকে, সিএসইতে গত সপ্তাহে ২৮৫ কোটি ৭৯ লাখ ৩২ হাজার ৫৮৪ টাকা লেনদেন হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১১৬ কোটি ৪২ লাখ ২১ হাজার ১৫২ টাকা।
সপ্তাহের ব্যবধানে সিএসই’র সার্বিক সূচক সিএএসপিআই ৩২৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৪২৪ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ১৯৫ পয়েন্ট কমে ৯ হাজার ৩০৪ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ৪০১ পয়েন্ট কমে ১১ হাজার ৭৭৪ পয়েন্টে এবং সিএসই-৫০ সূচক ২৭ পয়েন্ট কমে ১ হাজার ১৭৫ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে গত সপ্তাহে ৩০১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫৪টির, কমেছে ১৬৯টির এবং অপরিবর্তিত আছে ৭৮টির।