কয়লাবোঝাই জাহাজ ডুবি, কোটি টাকা ক্ষতি

0

স্টাফ রিপোর্টার॥ ভৈরব নদে প্রায় ৭শ’ টন কয়লাবোঝাই ‘এমবি প্রবাহ এন্টারপ্রাইজ-২’ নামের একটি কার্গোজাহাজ ডুবে গেছে। শনিবার (২৭ মার্চ) সকালে যশোরের নওয়াপাড়ার রাজঘাট এলাকায় সাহারা গ্রুপের নিজস্ব ঘাটে এ দুর্ঘটনা ঘটে। এতে হতাহতের ঘটনা না ঘটলেও প্রায় কোটি টাকার ক্ষতির দাবি করেছে আমদানিকারক এ প্রতিষ্ঠানটি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত মঙ্গলবার (২৩ মার্চ) অস্ট্রেলিয়া থেকে আমদানি করা ৭৬৫ টন কয়লা নিয়ে মংলা বন্দরের হাড়বাড়িয়া থেকে ‘এমবি প্রবাহ এন্টারপ্রাইজ-২’ জাহাজটি অভয়নগরের নওয়াপাড়া নদী বন্দরের দিকে যাত্রা করে। গত বুধবার (২৪ মার্চ) রাতে কয়লাবোঝাই জাহাজটি নওয়াপাড়ার রাজঘাট এলাকায় নোঙ্গর করে। শনিবার (২৭ মার্চ) সকাল আনুমানিক ৮টার সময় জাহাজ থেকে কয়লা নামানোর কাজ শুরু হয়। প্রায় একঘণ্টা পর জাহাজের তলদেশ দিয়ে হ্যাজে পানি ঢুকতে শুরু করে। দেড় ঘণ্টার মধ্যে জাহাজটি ভৈরব নদে ডুবে যায়। এমবি প্রবাহ এন্টারপ্রাইজ-২ এর লস্কর মাহফুজ রহমান বলেন, ‘হ্যাজে ত্রুটির কারণে প্রায় ৭০০ টন কয়লাসহ জাহাজ ডুবে যায়। এসময় জাহাজে থাকা সকল স্টাফ নিরাপদে ঘাটে নেমে যান।’ এ ব্যাপারে সাহারা গ্রুপের নওয়াপাড়া অফিস ম্যানেজার রেদোয়ান বলেন, ‘ডুবে যাওয়া জাহাজে ৭৬৫ টন কয়লা ছিল। এরমধ্যে ৫০ থেকে ৬০ টন কয়লা উদ্ধার করা সম্ভব হয়েছে। হতাহতের কোন ঘটনা ঘটেনি। তবে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।’