লটারি করে ভূমি কর্মকর্তাদের বদলি

0

খুলনা সংবাদদাতা॥ খুলনা জেলার বিভিন্ন উপজেলায় দুই বছরের অধিক সময় কর্মরত ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তাদের লটারির মাধ্যমে বদলি করা হয়েছে। বুধবার (২৪ মার্চ) খুলনার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই লটারি অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত থেকে লটারি পরিচালনা করেন জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। রাজস্ব প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এই লটারির ব্যবস্থা করা হয় বলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার দেবাশীষ বসাক জানিয়েছেন। তিনি বলেন, ‌‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়ন ও সর্বস্তরে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করতে খুলনা জেলার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন একের পর এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন। এরই ধারাবাহিকতায় রাজস্ব প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকল্পে একই কর্মস্থলে দুই বছরের অধিক সময় কর্মরত ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তাদের লটারির মাধ্যমে বদলি কার্যক্রম অনুষ্ঠিত হয়।’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছা. শাহানাজ পারভীন, সহকারী কমিশনারবৃন্দ এবং জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।