খাবার দিতে গিয়ে দেখেন তিনি আর বেঁচে নেই

0

স্টাফ রিপোর্টার॥ বয়স ৯০-এর কাছাকাছি হবে। বাড়ি কোথায় কেউ জানে না। কোনো কথাও বলতেন না। শুয়ে থাকতেন বেনাপোল রেলস্টেশনের বটতলায়। এখানেই অতিবাহিত করছেন সাত বছর। কারো কাছে কিছুই চাইতেন না। কেউ কিছু দিলে নিতেন। তার কষ্ট দেখে রেলস্টেশনের পাশে বেনাপোল পোর্ট থানার ভবারবেড় গ্রামের বেশ কিছু মানুষ তাকে প্রতিদিন খাবার দিয়ে আসতেন। এ খাবার খেয়ে তিনি শুয়ে থাকতেন। প্রতিদিনের মতো বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুর ২টার দিকে তাকে খাবার দিতে গিয়ে দেখেন তিনি আর বেঁচে নেই। পড়ে আছে মরদেহ। পরে এলাকার লোকজন খবর দেন পোর্ট থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বেনাপোল পোর্ট থানা পুলিশ। স্থানীয়দের সঙ্গে কথা বলে তার সম্পর্কে খোঁজ নেয়ার চেষ্টা করে পুলিশ। কিন্তু কোনো ঠিকানা বের করতে পারেনি পুলিশ। পরে তার মরদেহের ছবি তুলে রেখে স্থানীয়দের সহযোগিতায় ভবারবেড় কবরস্থানে দাফন করার ব্যবস্থা করেন বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান। বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক (এসআই) রোকনুজ্জামান বলেন, রেলস্টেশন এলাকা থেকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি অজ্ঞাত বৃদ্ধের মরদেহ পড়ে আছে। তার পরিবারের সন্ধান না পেয়ে ওসির নির্দেশে ও স্থানীয়দের সহযোগিতায় মরদেহ দাফনের ব্যবস্থা করা হয়েছে।