একুশ শতকের সেরা ক্লাব বার্সেলোনা

0

লোকসমাজ ডেস্ক॥ একবিংশ শতাব্দীর সেরা ফুটবল ক্লাব স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল, হিস্টোরি এন্ড স্ট্যাটিস্টিকস (আইএফএফএইচএস) এর দেয়া তথ্য মোতাবেক ২০১১ থেকে ২০২০ অর্থাৎ গত দশকের সেরা ক্লাব নির্বাচিত হয়েছে বার্সেলোনা। এর আগে ২০০১ থেকে ২০১০ পর্যন্ত অর্থাৎ চলতি শতকের প্রথম দশকের সেরা ক্লাবও ছিল বার্সেলোনা। ফলে গত ২০ বছরের সেরা ক্লাবের খেতাবটি এখন বসে গেছে বার্সেলোনার নামের পাশে। গত দশকে বার্সেলোনার অর্জনের পাল্লা বেশ ভারি। এসময়ের মধ্যে তারা ছয়টি লা লিগা, দুইটি চ্যাম্পিয়নস লিগ, দুইটি ক্লাব ওয়ার্ল্ড কাপ শিরোপা জিতেছে। তবে শুধু শিরোপার ভিত্তিতেই এ স্বীকৃতি দেয়নি আইএফএফএইচএস। ম্যাচ জয়ের সংখ্যা, গোল করা এবং গোল হজম করার সকল পরিসংখ্যানও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে এক্ষেত্রে। গত দশকের সেরা ক্লাব নির্বাচিত হওয়ার পথে বার্সেলোনা পেয়েছে ২৮৭৭ পয়েন্ট। তাদের পেছনেই রয়েছে রিয়াল মাদ্রিদ (২৭৮২) ও বায়ার্ন মিউনিখ (২৫৯৪.৫)। শীর্ষ পাঁচের অন্য দুই ক্লাব হলো প্যারিস সেইন্ট জার্মেই ও অ্যাটলেটিকো মাদ্রিদ। বছরের হিসেবে বার্সেলোনা ২০১১, ২০১২ ও ২০১৫ সালের সেরা ক্লাব নির্বাচিত হয়েছে। রিয়াল মাদ্রিদ ২০১৫ ও ২০১৭ এবং বায়ার্ন মিউনিখ ২০১৩ ও ২০২০ সালের সেরা ক্লাবের খেতাব পেয়েছে।