প্রশাসনের গাফিলতি এবং ক্ষমতাসীনদের মদদে শাল্লায় হামলা : নিতাই

0

লোকসমাজ ডেস্ক॥ প্রশাসনের গাফিলতি এবং ক্ষমতাসীনদের মদদে সুনামগঞ্জের শাল্লায় হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী। বৃহস্পতিবার (২৫ মার্চ) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। সম্প্রতি শাল্লা ঘুরে আসা বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, ‘সম্প্রতি শাল্লা উপজেলায় হিন্দু অধ্যুষিত নোয়াগাঁ গ্রামে পূর্বপরিকল্পিতভাবে হিন্দুদের বাড়ি, মন্দির, উপাসনালয়ে ব্যাপক ভাঙচুর, লুটপাট ও নারকীয় ধ্বংসযজ্ঞ চালানো হয়। আমরা সরেজমিনে ক্ষতিগ্রস্ত ভুক্তভোগীদের বাড়িঘর, উপাসনালয়ে অবর্ণনীয় ধ্বংসলীলা দেখতে পেয়েছি। ক্ষতিগ্রস্তরা ভীত-সন্ত্রস্ত অবস্থায় অকপটে বলেছেন, ঘটনার দিন মাইকে প্রচার করে যুবলীগ নেতা স্বাধীন মিয়ার নেতৃত্বে তার অনুসারী শত শত মানুষ ওই গ্রামের প্রায় ৬০-৭০টি বাড়ির সব মালামাল ও আসবাবপত্র লুটপাট করতে থাকে, বাড়ি-ঘরের জানালা-দরজা কুপিয়ে ছিন্ন-বিচ্ছিন্ন করে, নারী, পুরুষ ও শিশুদের মারধর করে।’
‘প্রাণভয়ে শিশুদের নিয়ে বাথরুমে পালিয়ে থাকা নারীদের বের করে এনে লাঞ্ছিত করে। আওয়ামী যুবলীগের সন্ত্রাসী হারমাদ বাহিনী হিন্দুদের বাড়িঘর, মন্দির উপাসনালয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট চালায়।’ প্রশাসনের গাফিলতি ও ক্ষমতাসীন দলের নেতাদের প্রচ্ছন্ন মদদে শাল্লার নোয়াগাঁ গ্রামে ন্যক্কারজনক এ ঘটনা ঘটেছে অভিযোগ করে তিনি বলেন, ‘ঘটনা ঘটার পরও স্থানীয় প্রশাসন তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেয়নি। পরে ব্যাপক সমালোচনার মুখে দুটি মামলা করা হয়। সেই মামলার প্রধান আসামি স্থানীয় যুবলীগ সভাপতি স্বাধীন মিয়া। অন্য আসামিরাও ক্ষমতাসীন দলের। এ পর্যন্ত ২৫ জনকে আটক করা হয়েছে, তাদের অধিকাংশই ক্ষমতাসীন দলের সমর্থক।’ ‘আমরা সুনামগঞ্জের শাল্লায় হিন্দু সম্প্রদায়ের ওপর ন্যক্কারজনক নির্মম এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং ঘটনার সাথে জড়িত সবার গ্রেফতার ও শাস্তি দাবি করছি। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি, মন্দির, উপাসনালয় পুনর্নির্মাণ ও পুনর্বাসনে সরকারকে সর্বাত্মকভাবে এগিয়ে আসার এবং ওই এলাকাসহ হিন্দু সম্প্রদায় অধ্যুষিত অন্যান্য এলাকায় সার্বিক নিরাপত্তা বিধান করতে প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি।’ গুলশানের সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স ও নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী উপস্থিত ছিলেন। গত ২০ মার্চ নিতাই রায় চৌধুরীর নেতৃত্বে জেলা সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল, নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী শাল্লায় গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্তদের বক্তব্য লিপিবদ্ধ করে একটি প্রতিবেদন দলের কাছে জমা দেন।