অনুমোদন পেল ‘জয়তুন ফার্স্ট ইউনিট ফান্ড’

0

লোকসমাজ ডেস্ক॥‘জয়তুন ফার্স্ট ইউনিট ফান্ড’ নামের একটি বে-মেয়াদী মিউচ্যুয়াল ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বৃহস্পতিবার বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়। সভা শেষে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, এই মিউচ্যুয়াল ফান্ডের প্রাথমিক লক্ষ্য মাত্র ১০ কোটি টাকা। এর মধ্যে ৩ কোটি টাকা দেবে ফান্ডটির উদ্যোক্তা জয়তুন অ্যাসেট ম্যানেজমেন্ট। বাকি ৭ কোটি টাকা ইউনিট বিক্রির মাধ্যমে সংগ্রহ করা হবে। ফান্ডটির প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা।
ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক হিসেবে রয়েছে জয়তুন অ্যাসেট ম্যানেজমেন্ট। আর ট্রাস্টি ও কাস্টডিয়ান হিসেবে আছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।