বিশ্বের প্রথম টুইট বিক্রি হলো ২৯ লাখ ডলারে

    0

    লোকসমাজ ডেস্ক॥নিলামে দাম উঠেছিল ২৫ লাখ। অবশেষে টুইটারের প্রধান নির্বাহী জ্যাক ডরসির করা প্রথম টুইটটি বিক্রি হয়েছে ২৯ লাখ ডলারে। আর এই অর্থ পরিশোধ করা হয়েছে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে। এটি শেষ পর্যন্ত কিনলেন ব্রিজ ওরাকলের প্রধান নির্বাহী সিনা এস্টাভি। এর আগে তিনিই নিলামে ২৫ লাখ ডলার হেঁকেছিলেন। শেষ পর্যন্ত তিনি এটির মালিক হলেন।
    ডরসির ১৫ বছরের পুরনো টুইটটি টুইটারের সবচেয়ে খ্যাতনামা টুইটগুলোর একটি। এটি ২০২০ সালের ডিসেম্বরে প্রথম নিলামে ওঠে। ডরসি এখন নিলামের লিংক পোস্ট করায় আলোচনা শুরু হয়। টুইটটি বিক্রি হলেও অনলাইনেই থেকে যাবে, যত দিন না ডরসি ও টুইটার এটি ডিলিট করে।
    সূত্র : ম্যাশেবল