করোনার কারণে এবার হচ্ছে না খানজাহান (রহ.) মাজার মেলা

0

আলী আকবর টুটুল, বাগেরহাট ॥ সারা দেশে করোনা সংক্রমন বৃদ্ধি পাওয়ায় সাড়ে ৫’শ বছরের অধিককাল থেকে চলে আসা ঐতিহ্যবাহী খানজাহান (রহ.) মাজার মেলা এবার হচ্ছে না। এছাড়া প্রতিনিয়ত মাজারে আগত দর্শনার্থীরা স্বাস্থ্যবিধি মানছেন না। খানজাহান আলী (রহ.) এর মাজারের প্রধান খাদেম ফকির শের আলী এবারের চৈত্র পূর্ণিমায় মেলা না হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে দীর্ঘদিনের ঐতিহ্যবাহী এই মেলা না হওয়ার খবরে হতাশা প্রকাশ করেছেন মাজারের ভক্ত ও স্থানীয় ব্যবসায়ীরা। মাজার সংলগ্ন ুদ্র ব্যবসায়ী মতিয়ার রহমান ও কামরুল হাওলাদার বলেন, তারা সারা বছরই মাজার কেন্দ্রিক শিশুদের খেলনা, মোমবাতি, আগরবাতি, তাগিসহ নানান খাদ্যপণ্য বিক্রি করে জীবিকা নির্বাহ করে থাকেন। প্রতিবছর অধিক বেচাকেনার আশায় তারা মেলার জন্য অপো করেন। চারদিনের এই মেলায় সারা দেশ থেকেই প্রচুর লোকজন আসেন। এসময় তাদের অনেক টাকা আয় হয়। কিন্তু এবছর মেলা স্থগিত হওয়ায় তাদের খুব তি হলো। ব্যবসায়ী শেখ মোহাম্মাদ আলী ও হাফিজ শেখ বলেন, মেলা উপলে ব্যবসায়ীরা অনেক মালামাল কিনে রেখেছেন। হঠাৎ করে মেলা স্থগিত হওয়ায় লোকসানের মুখে পড়েছেন তারা। স্বাস্থ্যবিধি মেনে মেলা করার দাবি জানান এই ব্যবসায়ীরা। খানজাহান আলী (রহ.) এর মাজারের প্রধান খাদেম ফকির শের আলী বলেন, খানজাহান আলী (রহ.) এর মাজারে সাড়ে ৫’শ বছরের অধিক সময় ধরে প্রতিবছর চৈত্র মাসের পূর্ণিমার সময় চারদিনব্যাপী ধর্মীয় উৎসব, ওরজ, মিলাদ মাহফিল ও মেলার আয়োজন হয়ে আসছে। এই মেলায় সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাধিক দর্শনার্থীর আগমন ঘটে। কিন্তু এবার করোনার কারণে মেলা হচ্ছে না। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে যথারীতি আবারও এখানে উৎসবের আয়োজন করা হবে। বাগেরহাট জেলা প্রশাসক আ.ন.ম ফয়জুল হক বলেন, সম্প্রতি করোনা সংক্রমন বৃদ্ধি পাওয়ায় চৈত্র পূর্ণিমায় মাজার সংলগ্ন ধর্মীয় উৎসব ও মেলা হচ্ছে না। পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী বছর আবারও মেলা হবে।