রাকিব হত্যা মামলায় আটক সোহানের আদালতে স্বীকারোক্তি

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার এনায়েতপুর গ্রামের কিশোর রাকিব হত্যা মামলায় আটক সোহান মঙ্গলবার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। বোনকে অশ্লীল কথা বলার কারণে সে তাকে খুন করেছে বলে জবানবন্দিতে বলেছে। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সাইফুদ্দীন হোসাইন তার জবানবন্দি গ্রহণ শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে। সোহান একই গ্রামের শরিফুল ইসলাম শরিফের ছেলে। পুলিশ জানায়, গত ২১ মার্চ রাতে এনায়েতপুরের হাফিজুর রহমান ছেলে স্থানীয় হাশিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র রাকিব এলাকার একটি মাঠে বসে মোবাইল ফোনে গেম খেলছিলো। এ সময় তারই বন্ধু সোহান তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাকিবকে মৃত ঘোষণা করেন। গত সোমবার বিকেলে পুলিশ বাঘারপাড়ার খাজুরা এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত সোহানকে আটক করে। পরে নিহতের পরিবার আটক সোহানের বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা করে। মঙ্গলবার পুলিশ সোহানকে আদালতে সোপর্দ করা হলে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।