যশোরের শংকরপুরে আটক এক যুবকের কথা জানালো পুলিশ, অস্ত্র উদ্ধার

0

স্টাফ রিপোর্টার ॥ অবশেষে পুলিশ যশোর শহরের শংকরপুরের বাঁধন নামে এক যুবককে আটকের কথা স্বীকার করেছে। গত সোমবার গভীর রাতে তাকে নিজ বাড়ি থেকে আটকের দাবি করা হয়েছে। আসন্ন যশোর পৌরসভা নির্বাচনে কোনো একটি পক্ষের হয়ে সহিংসতা করতে পারে এমন অভিযোগে তাকে আটক করা হয়। তার স্বীকারোক্তিতে একটি ওয়ান শ্যুটারগান উদ্ধারেরও দাবি করেছে পুলিশ। আটক বাঁধন শংকরপুরের কবির হোসেনের ছেলে। পরিবারের ভাষ্য, গত রোববার দিবাগত রাত দুটোর দিকে বাঁধনকে আটক করে পুলিশ। পুলিশ জানায়, চাঁচড়া পুলিশ ফাঁড়ির এসআই সাইদুর রহমান গত সোমবার রাত সোয়া ১১ টার দিকে গোপন সূত্রে খবর পান যে, আসন্ন যশোর পৌর নির্বাচনে বাঁধন কোনো একটি পক্ষের হয়ে সহিংসতা করার জন্য বিস্ফোরকদ্রব্যসহ নিজ বাড়িতে অবস্থান করছে। এ খবর পেয়ে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করেন তিনি। পরে তার স্বীকারোক্তিতে চাঁচড়া রায়পাড়া সার গোডাউনের পাশ থেকে একটি ওয়ান শ্যুটারগান উদ্ধার করা হয়। এ ঘটনায় কোতয়ালি থানায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে। মঙ্গলবার আটক বাঁধনকে আদালতে সোপর্দ করা হলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।