অবশেষে ঝাপা বাঁওড়ে বালি উত্তোলন বন্ধ

0

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর)॥ অবশেষে যশোরের জেলা প্রশাসকের নির্দেশে মনিরামপুরে ঝাপা বাঁওড় থেকে অবৈধভাবে বালি উত্তোলন বন্ধ করে দেয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসান জানিয়েছেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খানের নির্দেশে সোমবার বালি উত্তোলন বন্ধ করে দেওয়া হয়েছে। ঝাপা বাওড়ের পূর্বতীরে রাজগঞ্জ বাজার এবং কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। বাঁওড়ের উত্তর এবং দক্ষিণপাশে রয়েছে দুইটি ভাসমান সেতু। কিন্তু বাওড় থেকে ড্রেজার মেশিনের সাহায্যে প্রতিনিয়ত অবৈধভাবে বালি উত্তোলন করা হচ্ছিল। আর এ বালু উত্তোলন করা হচ্ছিল চালুয়াহাটি ইউনিয়ন যুবলীগের সভাপতি এমরান খান পান্না এবং ঝাপা ইউনিয়ন যুবলীগের সভাপতি সোহেল রানার নেতৃত্বে। প্রতিনিয়ত বালি উত্তোলনের ফলে মাটি ধসে শিক্ষা প্রতিষ্ঠানসহ বাজারটির একটি অংশ বাওড়ের মধ্যে বিলিন হওয়ার আশঙ্কা দেখা দেয়। এ নিয়ে রোববার লোকসমাজসহ বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলে টনক নড়ে প্রশাসনের। উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসান জানান, জেলা প্রশাসক তমিজুল ইসলাম খানের নির্দেশে সোমবার বালু উত্তোলন বন্ধ করে দেওয়া হয়েছে। তবে রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ও বাজার কমিটির সভাপতি আওয়ামীলীগ নেতা চাকলাদার আবুল বাশার জানিয়েছেন, প্রশাসনের হস্তক্ষেপে বালি উত্তোলন বন্ধ করে ড্রেজার মেশিনটি অন্যত্র সরিয়ে রেখেছে উত্তোলনকারীরা। তার আশঙ্কা কিছুদিন পর হয়ত আবারও উত্তোলন শুরু হতে পারে। তবে উপজেলা নির্বাহী অফিসার জানান, এর পরও যদি বালি উত্তোলন করা হয় তাহলে এ ব্যাপারে জেল জরিমানাসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।