মনিরামপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

0

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর)॥ জাতীয় ভোক্তা-অধিকার সংরণ অধিদপ্তর যশোরের উদ্যোগে মঙ্গলবার মনিরামপুর উপজেলার কোদলাপাড়া এবং খেদাপাড়া বাজারে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশ, খাবারের প্যাকেটে অগ্রিম উৎপাদনের তারিখ, ঘনচিনি ব্যবহারসহ নানা অনিয়মের দরুন তিনটি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে বিভিন্ন হারে জরিমানা করা হয়। এ অভিযানের নেতৃত্বে থাকা জাতীয় ভোক্তা-অধিকার সংরণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব জানান, মঙ্গলবার প্রথমে অভিযান চালানো হয় উপজেলার কোদলাপাড়া বাজারের মেঘনা বেকারিতে। নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ বিদ্যমান, খাবারের মোড়কে অগ্রিম উৎপাদিত তারিখ দেওয়া, ঘনচিনি ব্যবহারসহ নানা অনিয়মের দরুন ১৫ হাজার টাকা জরিমানা হয়। পরবর্তীতে অভিযান চালানো হয় খেদাপাড়া বাজারের বিসমিল্লাহ হোটেল এবং মুদি দোকান আমজাদ স্টোরে। ডিপফ্রিজে কাচা মাংস ও দুধের ছানা এক সাথে রাখা, নোংরা পরিবেশ, মূল্য তালিকা না থাকাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে দুই হাজার করে দুই প্রতিষ্ঠানকে চার হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোর কৃষি বিপনন অধিদপ্তরের মাঠ ও বাজার পরিদর্শক কুতুব উদ্দিন এবং পুলিশ সদস্যসহ সংশ্লিষ্টরা।