নারী কর্মচারীকে উত্ত্যক্তের সংবাদে তদন্ত কমিটি গঠন

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর ২৫০ শয্যা হাসপাতালের ৪র্থ শ্রেণির একাধিক নারী কর্মচারীকে কুপ্রস্তাব দেয়ার সংবাদ দৈনিক লোকসমাজে প্রকাশিত হওয়ায় কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করেছে। আগামী ৫ দিনের ভেতর কমিটিকে রিপোর্ট দিতে বলা হয়েছে। হাসপাতালের সার্জারি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. মো. আব্দুর রহিম মোড়লকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়েছে। যশোর মেডিকেল কলেজের শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. ইমদাদুল হক রাজু ও অফিসের এক কর্মচারীকে কমিটির সদস্য করা হয়েছে। তত্ত্বাবধায়ক ডা. দিলীপ কুমার রায় গতকাল এ কমিটি গঠন করেন। আগামী ৫ দিনের ভেতর তদন্ত রিপোর্ট জমা দেয়ার জন্যে নির্দেশ দেয়া হয়েছে। যশোরের হাসপাতালের জমাদ্দার ইমরান হোসেন, ভারপ্রাপ্ত জমাদ্দার হারুন-অর-রশিদ ও নৈশপ্রহরী শরিফুল ইসলাম মহিলা কর্মচারীদের ডিউটি দেয়ার নামে জিম্মি করে কুপ্রস্তাব দেয়। এ নিয়ে গত ২৩ মার্চ দৈনিক লোকসমাজে ‘যশোর ২৫০ শয্যা হাসপাতাল নারী সহকর্মীদের নানা কুপ্রস্তাবে উত্ত্যক্তের অভিযোগ তিন কর্মচারীর বিরুদ্ধে’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদের ভিত্তিতে এ তদন্ত কমিটি গঠন করা হয়।