কর্নওয়ালের ব্যাটে লঙ্কানদের চাপা দিচ্ছে উইন্ডিজ

0

লোকসমাজ ডেস্ক॥ সতীর্থরা রাহকিম কর্নওয়ালকে আদর করে ডাকেন ‘মাউন্টেইন’ বলে, বাংলায় যার অর্থ দাঁড়ায় পর্বত। এবার সেই পর্বতের ভারেই যেন চাপা পড়ছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। কর্নওয়ালের ব্যাটে বড় লিডের আশা জাগিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিয়ারের প্রথম ফিফটিতে দলকে ভালোভাবেই এগিয়ে নিচ্ছেন কর্নওয়াল। অ্যান্টিগায় দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে ৯৯ রানে এগিয়ে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। লঙ্কানদের করা ১৬৯ রানের জবাবে দ্বিতীয় দিনের খেলা শেষে স্বাগতিকদের সংগ্রহ ৮ উইকেটে ২৬৮ রান। কর্নওয়াল অপরাজিত রয়েছেন ৬০ রান করে।
আগেরদিন শ্রীলঙ্কাকে ১৬৯ রানে গুটিয়ে দেয়ার পর, কোনো উইকেট না হারিয়ে ১৩ রান করেছিল ওয়েস্ট ইন্ডিজ। সোমবার ম্যাচের দ্বিতীয় দিন বেশিদূর যেতে পারেননি অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েট। দিনের তৃতীয় ওভারে আউট হওয়ার আগে ৪৩ বলে করেন ৩ রান। টপঅর্ডারের পরের তিন ব্যাটসমায়ন ভালো শুরু পেলেও নিজেদের ইনিংস বড় করতে পারেননি। জন ক্যাম্পবেল ৪২, এনক্রুমাহ বোনার ৩১ ও কাইল মায়ারস আউট হয়েছেন ৪৫ রানের ইনিংস খেলে। ওয়েস্ট ইন্ডিজ তাদের পঞ্চম উইকেট হারিয়ে ফেলে ১৩৩ রানে। পরে জেসন হোল্ডার (১৯০ ও আলজারি জোসেফরাও (০) সাজঘরে ফিরে যান দলীয় ১৭১ রানের মধ্যে। সেখান থেকে অষ্টম উইকেটে হাল ধরেন জশুয়া ডা সিলভা ও রাহকিম কর্নওয়াল। এ দুজনের ১৪০ জুটিতে আসে ৯০ রান। ব্যক্তিগত ফিফটির খুব কাছে গিয়েও ৪৬ রানে আউট হন জশুয়া। তবে ভুল করেননি কর্নওয়াল। তিনি তুলে নিয়েছেন ক্যারিয়ারের প্রথম ফিফটি। মঙ্গলবার ম্যাচের তৃতীয় দিন ৬০ রান নিয়ে ব্যাট করতে নামবেন কর্নওয়াল। সঙ্গী হিসেবে পাবেন কেমার রোচকে। শ্রীলঙ্কার পক্ষে একাই ৫ উইকেট নিয়েছেন সুরঙ্গা লাকমল। এটি তার টেস্ট ক্যারিয়ারের চতুর্থ ফাইফার।