তামিমরা না পারলেও পেরেছেন জামালরা

0

লোকসমাজ ডেস্ক॥ নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবার জেতার ইঙ্গিত মিলেছিল, কিন্তু ক্যাচ মিসের আক্ষেপে আরেকটি হার সঙ্গী হয়েছে। ক্রিকেট হতাশ করলেও বাংলাদেশকে আনন্দের উপলক্ষ ঠিকই এনে দিয়েছে ফুটবল। নেপালের ত্রিদেশীয় টুর্নামেন্টে কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দলকে ১-০ গোলে হারিয়েছে জামাল ভূঁইয়ারা। ফলে ফাইনালের পথে এগিয়ে গেছে লাল-সবুজ জার্সিধারীরা। মঙ্গলবার কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামের উদ্বোধনী ম্যাচে আত্মঘাতী গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। প্রথমার্ধের শুরু থেকে বাংলাদেশ আক্রমণে এগিয়ে। ম্যাচের ১৩ মিনিটে হাবিবুর রহমান সোহাগের ফ্রি-কিকে কিরগিজ গোলকিপার ফিস্ট করে ফেরান। ১৭ মিনিটে অধিনায়ক সোহেল রানার শট এক ডিফেন্ডারের হাতে লাগলেও পেনাল্টির বাঁশি দেননি রেফারি। তবে ৩০ মিনিটে বাংলাদেশ সফল হয়েছে। সাদ উদ্দিনের ডান প্রান্তের নিচু ক্রসে ডিফেন্ডার কুমারবাজ উল্লু বায়ামান ‘ক্লিয়ার’ করতে গিয়ে নিজেদের জালে বল জড়িয়ে দেন। ফলে এগিয়ে যায় বাংলাদেশ। তবে দুই মিনিট পর কিরগিজরা ম্যাচে সমতা ফেরানোর ভালো সুযোগ পেয়েছিল। তাপায়েফ তামিরের ভলি গোলকিপার আনিসুর রহমান জিকো প্রতিহত করেন। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যাওয়া বাংলাদেশ দ্বিতীয়ার্ধে একাদশে পরিবর্তন আনে। জেমি ডে পাঁচটি পরিবর্তন আনেন। নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়ার সঙ্গে বদলি নামেন রাকিব হোসেন, রিয়াদুল হাসান রাফি, মানিক মোল্লা ও ইয়াছিন আরাফাত। একাদশে পাঁচ পরিবর্ত এনেও অবশ্য স্কোরলাইনে পরিবর্তন আসেনি। বাংলাদেশ খেলেছে সাবধানী ফুটবল। অন্য দিকে কিরগিজরা একটু আগ্রাসী খেলেও ম্যাচে সমতা আনতে পারেনি।
বাংলাদেশ দল:
আনিসুর রহমান জিকো, মেহেদী হাসান(মানিক মোল্লা), রিমন হোসেন, টুটুল হোসেন বাদশা, মাশুক মিয়া জনি (জামাল ভূঁইয়া), বিপলু আহমেদ (রাকিব হোসেন), মতিন মিয়া, সোহেল রানা, বিশ্বনাথ ঘোষ (ইয়াছিন আরাফাত), হাবিবুর রহমান সোহাগ (রিয়াদুল হাসান) ও সাদ উদ্দিন।