উপশহরে ফুটবল টুর্নামেন্ট সেক্টর কিংস-ওয়ারিয়াস ও বিব্লক কিংস-এফ ব্লক টাইগারের খেলা ড্র

0

স্পোর্টস ডেস্ক ॥ যশোর উপশহরে আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টে সেক্টর কিংস ও ওয়ারিয়াস এবং বি-ব্লক কিংস ও এফ-ব্লক টাইগারের মধ্যকার খেলা অমীমাংসিতভাবে শেষ হয়েছে। সোমবার উপশহর ক্রীড়া উদ্যানে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় ৭ নম্বর সেক্টর কিংসের সাথে মোকাবেলা করে ৬ ওয়ার্ড ওয়ারিয়াস। খেলার শুরু থেকেই উভয় দলের খেলোয়াড়রা আক্রমন পাল্টা আক্রমন রচনা করে খেলতে থাকেন। কিন্তু নির্ধারিত সময়ে কোন দলই গোলের দেখা পায়নি। ফলে খেলাটি ড্র হয়। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন ওয়ারিয়াসের আলামিন। অপর খেলায় বি-ব্লক কিংসের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে এফ-ব্লক টাইগার। এ খেলাটিও গোলশূন্যভাবে শেষ হয়। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হন এফ-ব্লক টাইগারের জুলু। খেলা পরিচালনা করেন হুমায়ুন কবীর। তাকে সহযোগিতা করেন হাবিবুর রহমান ও সাইফুল ইসলাম। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার প্রদান করেন উপশহর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এক সময়কার কৃতিমান ফুটবলার কাজী আজগার হোসেন ও টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব সৈয়দ মুনসুর আলম।