অভয়নগরে আ.লীগ নেতা বাবুল হত্যা চেষ্টা মামলার আসামিকে কারাগারে প্রেরণ

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবুলকে বোমা মেরে হত্যা চেষ্টা মামলার আসামি তরিকুল ইসলাম ওরফে তারিক শেখকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বিচারক মারুফ আহমেদের আদালতে তিনি আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয়। তারিক শেখ অভয়নগর নওয়াপাড়ার ৪ নম্বর ওয়ার্ডের আব্দুল বাকির শেখের ছেলে। মামলা সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ৯ জুলাই ভোরে আওয়ামী লীগ নেতা এনামুল হক বাবুল ফজরের নামাজ পড়ার উদ্দেশ্যে উপজেলা পরিষদ জামে মসজিদে যাচ্ছিলেন। পথে কলেজগেটস্থ মোড়ল স্টোরের সামনে পৌঁছালে সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে তিনটি বোমার বিস্ফোরণ ঘটায়। এরপর হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। এ ব্যাপারে এনামুল হক বাবুল অভয়নগর থানায় তাকে হত্যা চেষ্টার অভিযোগে অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করেন। এ মামলার তদন্ত শেষে ৭ জনকে অভিযুক্ত করে আদালতে হত্যা চেষ্টা ও বিস্ফোরক আইনে পৃথক দুটি চার্জশিট জমা দেন তদন্ত কর্মকর্তা। পরে বিস্ফোরক মামলাটি জেলা ও দায়রা জজ এবং হত্যার চেষ্টার মামলাটি জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বদলি করা হয়। হত্যার চেষ্টা মামলার চার্জশিটভুক্ত আসামি তরিকুল ইসলাম ওরফে তারিক শেখ দীর্ঘদিন পলাতক থেকে সোমবার আদালতে আত্মসমর্পণ করেন। বিচারক এ সময় তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মাগুরায় বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার, আটক ১ /২
স্টাফ রিপোর্টার ॥ সোমবার সকালে মাগুরার পারনান্দুয়ালীতে অভিযান চালিয়ে পিকআপ ভ্যান থেকে বিপুল পরিমান গাঁজা উদ্ধার করেছে র‌্যাব। এ সময় রাজিব আহমেদ নামে এক যুবককে আটক করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, সকাল পৌনে ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ সিপিসি-৩ যশোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র এএসপি সোহেল পারভেজের নেতৃত্বে একটি টিম মাগুরা সদরের থানাধীন পারনান্দুয়ালী স্ট্যান্ড ব্যাপারীপাড়ায় অভিযান চালায়। এ সময় সেখানকার সুরাইয়া সাইকেল স্টোরের সামনে একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ৩০ কেজি ৫শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। একই সাথে পিকআপটি জব্দ করা হয়। এছাড়া ঘটনাস্থল থেকে গাঁজা কারবারের সাথে জড়িত রাজিব নামে এক যুবককে আটক করা হয়। সে মেহেরপুর সদরের রাজানগর গ্রামের শফি মীরের ছেলে। এ ঘটনায় মাগুরা সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।