বোনকে উত্ত্যক্ত করায় বন্ধু রাকিবকে হত্যা করে সোহান, আটক

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার এনায়েতপুর গ্রামে কিশোর রাকিব (১৬) হত্যাকাণ্ডে অভিযুক্ত তার বন্ধু সোহান আটক হয়েছে। হত্যাকাণ্ডের ১৮ ঘণ্টা পর গতকাল সোমবার বিকেলে বাঘারপাড়া উপজেলার খাজুরা এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। সেই সাথে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিও উদ্ধার করা হয়। নিষেধ করার পরও বোনকে উত্ত্যক্ত করার কারণে সোহান রাকিবকে হত্যা করেছে বলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। আটক সোহান এনায়েতপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে। পুলিশের একটি সূত্র জানায়, গত রোববার রাতে এনায়েতপুর গ্রামের হাফিজুর রহমানের ছেলে রাকিব ছুরিকাঘাতে খুন হওয়ার পর পুলিশ অভিযুক্ত সোহানকে আটকের জন্য অভিযান শুরু করে। এক পর্যায়ে কোতয়ালি থানা পুলিশের এসআই সেকেন্দার আবু জাফর সোর্স মারফত খবর পান যে, সোহান খাজুরা এলাকায় তার ফুফু বাড়িতে আত্মগোপন করে রয়েছে। এ খবর পেয়ে সোমবার বিকেল তিনটার দিকে তিনি সেখানে অভিযান চালিয়ে অভিযুক্ত সোহানকে আটক করেন। পরে তার স্বীকারোক্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত ছুরিটি উদ্ধার করে।
কোতয়ালি থানা পুলিশের ওসি তাজুল ইসলাম জানান, সোহানকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে তার বোন সোহানাকে প্রেম নিবেদন করতো রাকিব। সোহান এ জন্য রাকিবকে নিষেধও করে। কিন্তু তা সত্বেও বোনকে উত্ত্যক্ত করায় ক্ষিপ্ত হয়ে সে রাকিবকে হত্যা করেছে। এক প্রশ্নের জবাবে ওসি জানান, রাকিব হত্যার ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো পর্যন্ত থানায় লিখিত কোনো এজাহার দাখিল হয়নি। উল্লেখ্য, গত রোববার রাতে এনায়েতপুর গ্রামের ঈদগাহ মাঠে মোবাইল ফোনে গেম খেলার সময় বন্ধু সোহানের ছুরিকাঘাতে খুন হয় রাকিব। সোমবার যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে তার লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়।