কুয়েটে শেষ হলো তিন দিনের প্রশিক্ষণ কর্মশালা

0

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) বার্ষিক কর্মসম্পাদন চুক্তি প্রণয়ন ও কার্যকরী বাস্তবায়ন শীর্ষক তিন দিনের বিশেষ প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে। সোমবার বিশ^বিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাকক্ষে প্রশিক্ষণ কর্মশালার শেষ দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন। কর্মশালায় বার্ষিক কর্মসম্পাদন চুক্তির পটভূমি; চুক্তি প্রণয়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ বার্ষিক কর্মসম্পাদন চুক্তির কৌশলগত উদ্দেশ্য, অগ্রাধিকার, কার্যক্রম, কর্মসম্পাদন সূচক এবং লক্ষ্যমাত্রাসমূহ এবং এ সংক্রান্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। শেষ দিনের কর্মশালায় বিশ^বিদ্যালয়ের বিভিন্ন কার্যালয়ের ১০ম গ্রেডের কর্মকর্তাগণ অঅংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি