রেলস্টেশন বাজারে আইসক্রিম ফ্যাক্টরি মালিকের জরিমানা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর রেলস্টেশন বাজারের একটি আইসক্রিম ফ্যাক্টরিতে সোমবার অভিযান চালিয়ে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। সংশ্লিষ্ট সূত্র জানায়, দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. ওয়ালিদ বিন হাবিবের নেতৃত্বে রেলস্টেশন বাজারের জাহাঙ্গীর হোসেনের আইসক্রিম ফ্যাক্টরিতে অভিযান চালানো হয়। এ সময় ভোক্তা অধিকার লঙ্ঘনজনিত বিভিন্ন অপরাধে ভোক্তা অধিকার আইন-২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থায় ফ্যাক্টরি মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মেয়াদ উত্তীর্ণ রঙ এবং তিকর ঘনচিনি ব্যবহার করে বানানো বিপুল পরিমাণ আইসক্রিম জব্দ ও ধ্বংস করা হয়।