পাটকল ভবনে আগুন : সংকটে ফোয়ারা থেকে পানি নিচ্ছে ফায়ার সার্ভিস

0

লোকসমাজ ডেস্ক॥ রাজধানীর মতিঝিলে পাটকল করপোরেশন ভবনের সাততলায় লাগা আগুন নিয়ন্ত্রণে জনতা ব্যাংকের জনতা ফোয়ারা থেকে পানি নিচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। ফায়ার সার্ভিস বলছে, আগুন নিয়ন্ত্রণে এলেও কাগজের গুদামে আগুন লাগার কারণে এখনো ধোঁয়া আছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের পানি শেষ হয়ে গেলে সংকটে পড়তে হয়। এজন্য মতিঝিলের জনতা ব্যাংকের জনতা ফোয়ারা থেকে পানি নেয়া হচ্ছে।
সোমবার (২২ মার্চ) দুপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসেন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আপাতত আগুন নিয়ন্ত্রণে এসেছে বলা যায়। তবে সাততলায় কাগজপত্রের গুদাম থাকার কারণে আগুনে নিয়ন্ত্রণে বেগ পেতে হয়। আশপাশে বিকল্প পানির ব্যবস্থা না থাকার কারণে কিছুটা পানি সংকটে পড়তে হয় আমাদের। এ কারণে ভবনের পাশেই জনতা ব্যাংকের জনতা ফোয়ারা থেকে মোটর দিয়ে পানি নেয়া হচ্ছে। ফায়ার সার্ভিস বলছে, আগুনের মাত্রা কিছুটা কম দেখা গেলেও পুরো ভবন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে। মতিঝিল ব্যাংক এলাকায় আগুন লাগার কারণে মোট ১৩টি ইউনিট কাজ করছে। প্রথমে সাতটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে আরও ইউনিট বাড়ানো হয়। ভবনের ছাদে ফায়ার সার্ভিসের দুটি স্টিলের মই ব্যবহার করে পাইপ টেনে দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। ভবনে কর্মরত ডিউটি গার্ড আফজাল বলেন, ভবনটির সাততলার কনফারেন্স রুমের পাশে কাগজের গুদাম থেকে আগুনের সূত্রপাত। আগুন লাগার খবরে ভবন থেকে সবাই বের হয়ে আসেন। প্রাথমিকভাবে কেউ হতাহত হননি।