বিশ্বজুড়ে চিপ সংকট

0

লোকসমাজ ডেস্ক॥ বিশ্বজুড়ে চিপ সংকটের কারণে ‘মারাত্মক ভারসাম্যহীনতার’ সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং। বৈশ্বিক সংকটের কারণে সেমিকন্ডাকটর শিল্পে ভগ্নদশার সৃষ্টি হয়েছে বলেও দাবি প্রতিষ্ঠানটির। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানায়, অর্থনৈতিক ক্ষেত্রে করোনাভাইরাসের প্রভাব কাটিয়ে উঠতে দীর্ঘসূত্রিতার সৃষ্টি করবে এই চিপ সংকট। দিন দিন বিষয়টি নিয়ে উদ্বেগ বাড়ছে। এ সম্পর্কে স্যামসাংয়ের কো-চিফ এক্সিকিউটিভ ও মোবাইল বিভাগের প্রধান কো ডং জিন বলেন, সারাবিশ্বেই আইটি খাতে চিপের যোগান ও চাহিদার মধ্যে মারাত্মক ভারসাম্যহীনতা আছে। এই সমস্যার যে শতভাগ সমাধান হয়ে গেছে তা নয়। বিশ্ববাজারে সেমিকন্ডাকটরের সংকট শুরু হয় গত বছর করোনা ছড়িয়ে পড়ার পর থেকেই। বিক্রি কম হওয়ার কারণে তখন গাড়ি উৎপাদনকারী বিভিন্ন প্রতিষ্ঠান চীনের চিপ নির্মাতা বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে ক্রয় চুক্তি বাতিল করে। ফলে চিপ নির্মাতা প্রতিষ্ঠানগুলো অন্য খাতে চিপ রফতানি শুরু করে। এখন আবারও গাড়ি বিক্রি বেড়ে যাওয়ার পর চিপ সংকটের কারণে যথেষ্ট সংখ্যক গাড়ি তৈরি করতে পারছে না প্রতিষ্ঠানগুলো। বর্তমান এই পরিস্থিতি সম্পর্কে কাউন্টারপয়েন্ট রিসার্চ’র পার্টনার পিটার রিচার্ডসন বলেন, চিপ সরবরাহের মধ্যে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা পূরণে সর্বোচ্চ চেষ্টা করছে সেমিকন্ডাকটর উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। তবে এটা পুরোপুরি ঠিক হতে কয়েক মাস লাগতে পারে। এমনকি কয়েকটি খাতে এই সমস্যার সমাধান হতে পারে ২০২২ সালে।