শ্যামনগরে ভূরুলিয়া সড়কে ব্রিজ ধসে পড়ার শঙ্কা

0

শেখ আব্দুল হাকিম,শ্যামনগর (সাতীরা) ॥ শ্যামনগর উপজেলার ভূরুলিয়া সড়কে ৪৫ বছর আগে যমুনা নদীর ওপরে নির্মিত ব্রিজ চলাচলে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ইটভাটা কাজে ব্যবহৃত বিভিন্ন জায়গা থেকে মাটি ভর্তি ডাম্পার গাড়ির অবাধ চলাচলে ব্রিজটির মাঝখানে ভেঙে গর্তের সৃষ্টি হয়েছে। যে কোনো মুহূর্তে ব্রিজটি ধসে জানমালের ক্ষতির আশঙ্কা করছেন এলাকাবাসী। স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লিয়াকত আলী জানান, ইট ভাটার ডাম্পার গাড়িতে অতিরিক্ত মাটি বহনের কারণে অধিক পুরনো ব্রিজটির মাঝখানে ভেঙে পড়েছে। দ্রুত মেরামতের পদক্ষেপ না নিলে ভয়াবহ বিপর্যয় ঘটতে পারে। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাও. ফারুক হোসাইন বলেন, বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। উপজেলা সহকারী প্রকৌশলী সামছুল আলম বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে। শিঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।