ঝিকরগাছায় কৃষকদের মাঝে পাট বীজ ও সার বিতরন

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোরের ঝিকরগাছায় পাট অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের উদ্যোগে কৃষকদের মাঝে পাট বীজ ও সার বিতরন করা হয়েছে। গতকাল দুপুরে উপজেলা পরিষদ চত্তরে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা পাটচাষী সমিতির সভাপতি কাউন্সিলর শরিফুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা বিআরডিবি কর্মকর্তা বি এম কামরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন, প্রজীব কর্মকর্তা আনিছুর রহমান, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা শিশির মন্ডল, পরিসংখ্যান সহকারী শাহিন আলম ও উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন অফিসার মফিজুর রহমান। চলতি পাট মৌসুমে উপজেলার ১ হাজার ৮ শত পাট চাষীকে এক প্যাকেট পাট বীজ, ৬ কেজি ইউরিয়া, ৩ কেজি টিএসপি ও ৩ কেজি এমওপি সার দেয়া হবে। তবে করোনা ভয়াবহের কারনে প্রথমদিন ২০ জনকে উক্ত মালামাল দেয়া হয়েছে বলে উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা শিশির মন্ডল জানিয়েছেন।