চৌগাছার নিমতলায় কৃষক মাঠ স্কুল পরিদর্শন ও মতবিনিময়

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ চৌগাছায় উন্নতমানের ধান,গম ও পাট বীজ উৎপাদন সংরক্ষণ এবং বিতরণ প্রকল্পের কৃষক মাঠ স্কুল পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুনবার সকালে উপজেলার ফুলসারা ইউনিয়নের নিমতলা মাঠে এই পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার প্রকৌশলী এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মো. আসাদুল্লাহ। প্রধান অতিথি বলেন, সরকার কৃষিতে নানা ধরনের প্রকল্প হাতে নিয়েছে। একজন কৃষক মাঠে ধান উৎপাদন করে বাজারে তা সর্বোচ্চ ২৫ টাকা কেজিতে বিক্রি করেন। অথচ ওই ধানের বীজ কৃষককে ১২৫ টাকা দরে কিনে এনে তা ক্ষেতে রোপণ করতে হচ্ছে। তাই সকল ধরনের ফসলের বীজ উৎপাদন ও সংরক্ষণে প্রকল্প হাতে নেয়া হয়েছে। সেই কার্যক্রম কিন্তু আজ আপনাদের মাঠেই শুরু হয়েছে। কৃষিকে আধুনিকায়ন করতে ইতোমধ্যে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি সরকার কৃষকের মাঝে বিতরণ করেছে। তার সুফল ইতোমধ্যে কৃষক ভোগ করতে শুরু করেছেন। আমি বিশ^াস করি ফসল উৎপাদনে কৃষক যে ভাবে সামনের দিকে অগ্রসর হচ্ছে তাতে করে দেশে আর কখনও খাদ্য ঘাটতি হবে না।