লোহাগড়ায় জমি নিয়ে দু’ পক্ষের সংর্ঘষে নারীসহ আহত ১৫

0

লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা ॥ লোহাগড়ায় জমি নিয়ে বিরোধে দু পক্ষের সংঘর্ষে নারীসহ ১৫ জন আহত হয়েছেন। আহতদের লোহাগড়া হাসপাতাল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই ধানাইড় গ্রামের হোসেন শেখের সাথে তার বড় ভাই মৃত আবুল হোসেনের স্ত্রী ঝর্না বেগম ও তার সন্তানদের জমি নিয়ে বিরোধ চলছিল। শনিবার সকালে বিবদমান জমির সীমানা নির্ধারণ করার সময় উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে দেশীয় অস্ত্র রাম দা, ছ্যান দা, লাঠিসোটা নিয়ে দু পে সংর্ঘষ বেধে যায়। এ সময় নারীসহ উভয় পক্ষের ১৫ জন আহত হন। আহতরা হলেন অসিম (২৬),পিকুল শেখ (৩২), উজ্জল শেখ (২৪),ঝর্না বেগম (৪৯), জাহিদ শেখ (২৮), হোসেন শেখ (৫৫), ফুলজান বেগমসহ (৬০) ১৫ জন। আহতদের লোহাগড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত উজ্জল শেখ (২৪) এর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান বলেন, এলাকার পরিবেশ এখন শান্ত। তবে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে । দোষীদের আটকের চেষ্টাসহ মামলার প্রস্তুতি চলছে।