শিক্ষার মান বাড়বে শিক্ষকদের গুণে : রণজিৎ রায় এমপি

0

খাজুরা (যশোর) প্রতিনিধি॥ যশোর-৪ আসনের সংসদ সদস্য রনজিৎ কুমার রায় বলেছেন, শিক্ষাক্ষেত্রে উন্নয়ন ছাড়া কোন দেশ ও জাতির উন্নয়ন সম্ভব না। শিক্ষার মান বাড়বে শিক্ষকদের গুণে। নৈতিক শিক্ষাকে প্রাধান্য দিয়ে শিক্ষার্থীদের সুশিক্ষা দিতে হবে। গতকাল শনিবার দুপুরে যশোরের খাজুরার সেকেন্দারপুর মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। রনজিৎ রায় বলেন, শিার মানোন্নয়নে আওয়ামী লীগ সরকার অঙ্গীকারবদ্ধ। তাই শিা প্রতিষ্ঠানের ভবনসহ অবকাঠামো উন্নয়নে জোর দেয়া হয়েছে। শিার পরিবেশ যত সুন্দর হবে শিার্থীরা লেখাপড়ায় তত বেশি মনোযোগী হবে। মির্জাপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজ ও সেকেন্দারপুর মাধ্যমিক বিদ্যালয়ের যৌথ আয়োজনে আলোচনা সভায় সম্মানিত অতিথির বক্তৃতায় কারিগরি ও মাদরাসা শিক্ষা বোর্ডের অতিরিক্ত সচিব ড. মো. ওমর ফারুক বলেন, শিকতা একটি সম্মানজনক ও মহৎ পেশা। সমাজে শিকের মর্যাদা অনেক উপরে। তাই এ পেশার মর্যাদা অুণœ রাখতে প্রতিষ্ঠান প্রধান, শিক ও অভিভাবক সমন্বয়ে শিার মানোন্নয়নে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। মির্জাপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ তরিকুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আফরোজ। স্বাগত বক্তব্য দেন সেকেন্দারপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক।