বাধ্যতামূলক ছুটিতে যবিপ্রবি কর্মচারী সমিতির সাবেক সাধারণ সম্পাদক

0

যবিপ্রবি সংবাদদাতা॥ অর্থ আত্মসাতের অভিযোগে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) এর কর্মচারী কে.এম আরিফুজ্জামান সোহাগ্কে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব স্বারিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, যবিপ্রবির কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক থাকা অবস্থায় অর্থ আত্মসাৎ করেছেন মর্মে বর্তমান কর্মচারী সমিতি করা অভিযোগ ও আইন উপদেষ্টার মতামতের প্রেেিত বিশ্ববিদ্যালয় কতৃর্ক গঠিত তদন্ত কমিটির তদন্তকালীন সময়ের জন্য কে.এম আরিফুজ্জামান সোহাগকে বাধ্যতামূলক ছুটি দেয়া হয়েছে। উল্লেখ, এর আগে আরিফুজ্জামান সোহাগ যবিপ্রবি কর্মচারী সমিতির ২০১৯- ২০ কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক ছিলেন। পরবর্র্তীতে তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ তোলে কর্মচারী সমিতির ২০২০-২১ কার্যনির্বাহী পরিষদ। পরে তদন্ত কমিটির প্রতিবেদনে অর্থ আত্মসাতের প্রমাণ মেলায় তার সদস্য পদ আজীবনের জন্য বাতিল করা হয়। গত ২৩ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনের মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানান সমিতির বর্তমান নেতারা।