চোরাই প্রসাধন ও ওষুধ যশোরে দুই দোকানে ৬২ হাজার টাকা জরিমানা

0

স্টাফ রিপোর্টার॥ যশোরের বড় বাজারের হাটচান্নির ভাষা এন্টারপ্রাইজ ও মতিনের দোকানে অভিযান চালিয়ে ৬২ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। আমদানিকারকের স্টিকারবিহীন ও চোরাই পথে আনা প্রসাধন সামগ্রি এবং ওষুধ বিক্রি ও সংরক্ষণের অপরাধে মামলা দিয়ে এ জরিমানা করা হয়। শনিবার পরিচালিত এ তদারকি অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব।
দুপুর সাড়ে ১২টায় ভোক্তা অধিকারের তদরকি অভিযানিক দল শহরের হাটচান্নি মার্কেটের ৫ নম্বর গলিতে অভিযান চালায়। এ সময় মেসার্স ভাষা এন্টারপ্রাইজে তল্লাশি করে আমাদানিকারকের স্টিকার বিহীন ও চোরাই পথে আনা বিপুল পরিমানে প্রসাধন সামগ্রী এবং বিদেশি ওষুধ পাওয়া যায়। এ অপরাধে মামলা দিয়ে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ ছাড়া একই কারণে ওই মার্কেটের আব্দুল মতিনের দোকানে মামলা দিয়ে ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানকালে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।