শিশু ধর্ষণের অভিযোগে কিশোরের বিরুদ্ধে মামলা

0

স্টাফ রিপোর্টার॥ যশোর সদরের হৈবতপুর গ্রামের ৫ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টর অভিযোগে আশিকুল ইসলাম জীবন নামে এক কিশোরের বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার ওই শিশুর মা বাদী হয়ে কোতয়ালি থানায় এ মামলা করেছেন। আসামি আশিকুল প্রতিবেশী ইসলামের বাড়ির ভাড়াটিয়া রবিউল ইসলামের ছেলে। মামলার অভিযোগে জানা গেছে, প্রতিদিনের মত ওই শিশু ইসলামের বাড়ির সামনে অন্য শিশুদের সাথে খেলা করতে যায়। এ সময় আশিকুলও সেখানে বাচ্চাদের সাথে খেলা করছিল। বেশ কিছুক্ষন ওই শিশুকে দেখতে না পেয়ে স্বজনেরা খোঁজাখুজি করে। এক পর্যায়ে আশিকুলের ঘরে দরজা বন্ধ ও ভিতর থেকে কান্নার আওয়াজ পেয়ে দরজা ধাক্কা দিলে আশিকুল দরজা খুলে দ্রুত পালিয়ে যায়। এরপর শিশুকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসাপাতালে ভর্তি করা হয়।