যশোরে বাস থেকে সোনার বারসহ দুইজন আটক

0

স্টাফ রিপোর্টার॥ যশোর সদর উপজেলার বাহাদুরপুর এলাকা থেকে সাড়ে চার কেজি ওজনের ১৩টি সোনার বারসহ দুইজনকে আটক করেছে বিজিবি। গতকাল শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে একটি যাত্রীবাহী বাসে তলাশি চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- রাজবাড়ি বালিয়াকান্দি উপজেলার খালখোলা গ্রামের বাহাদুর মন্ডলের ছেলে আক্তার হোসেন মন্ডল ও রাজবাড়ি সদর উপজেলার হোগলাডাংগী গ্রামের আব্দুল গণি মিজির ছেলে হোসেন মিজি। যশোর ৪৯ বিজিবি’র অধিনয়াক লে. কর্নেল মোঃ সেলিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন শরীয়তপুর থেকে বেনাপোলগামী ফেম পরিবহনের একটি যাত্রীবাহী বাসে সোনা চোরাচালান হবে। এরপর তারা দুপুরে বাহাদুরপুরে ফেম পরিবহনের একটি বাসের গতিরোধ করেন। বাসের দুই যাত্রীকে তলাশি করে পায়ের স্যান্ডেলে লুকানো অবস্থায় ১৩টি সোনার বার উদ্ধার করা হয়। যার ওজন চার কেজি ৫৪০ গ্রাম। যার বাজারমূল্য তিন কোটি ১৭ লাখ ৮০ হাজার টাকা। তিনি আরো জানান, আটককৃতরা জিজ্ঞাসাবাদে জানিয়েছে সোনার বারগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে ঢাকা থেকে বিভিন্ন পরিবহনে মাওয়া ফেরি ঘাটে নিয়ে আসে তারা। এরপর শরীয়তপুর থেকে বেনাপোলগামী ফেম পরিবহন বাসে উঠেছিল। আটককৃত সোনার বারসহ আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান লে.কর্নেল সেলিম রেজা।