বিএনপি নেতা রুহুল আলম চৌধুরীর করোনায় ইন্তিকাল

0

লোকসমাজ ডেস্ক॥ করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী। ইন্না লিলাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) গতকাল শনিবার বেলা সোয়া ১১টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী করোনায় আক্রান্ত হয়ে সিএমএইচে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। বাদ আসর জানাজা শেষে বনানী সেনা কবরস্থানে তাকে দাফন করা হয় বলে জানান শায়রুল। গত ১০ মার্চ বুধবার জ্বর-সর্দি নিয়ে হাসপাতালে ভর্তি হন রুহুল আলম চৌধুরী। এরপর তার করোনা পরীার রিপোর্ট পজিটিভ আসে। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ১৩ মার্চ আইসিইউতে নেওয়া হয়। পরদিন লাইফ সাপোর্টে নেওয়া হয়। প্রয়াত বিএনপি’র ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অব:) রুহুল আলম চৌধুরীর প্রতি বিএনপি’র পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। গতকাল বিকালে বনানীস্থ সামরিক কবরস্থানে মরহুমের কফিনে বিএনপি’র পক্ষ থেকে দলের ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার মেজর (অব:) শাহজাহান ওমর বীর উত্তম, এয়ার ভাইস মার্শাল (অব:) আলতাফ হোসেন চৌধুরী, বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কর্নেল (অব.) জয়নুল আবেদীন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মেজর (অব.) হানিফ, বিএনপি নেতা- কর্নেল (অব) শাহজাহান মিলন মেজর (অব.) সরোয়ার হোসেন এবং চেয়ারপারসনের নিরাপত্তা সমন্বয়কারী মেজর (অব.) আব্দুল আজিজ পুস্পস্তপক অর্পণ করে শেষ সম্মান প্রদর্শন করেন। এ সময় তাঁরা কিছুক্ষণ নিরবে দাড়িয়ে থাকেন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করায় কোভিড-১৯ প্রটোকল অনুযায়ী সীমিত পরিসরে মরহুম রুহুল আলম চৌধুরীর জানাজা সামরিক কবরস্থানে অনুষ্ঠিত হয়।