জাসদ নেতা রবিউল ও শফিকুল ইসলামের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ

0

১৯ মার্চ রাতে যশোর ঘোপ নিবাসী জাসদ নেতা মরহুম শহর আলীর সহধর্মিনী, জেলা কার্যকরী কমিটির সদস্য মো. রবিউল ইসলাম এবং পৌর কার্যকরী কমিটির সদস্য শফিকুল ইসলামের মাতা হাজেরা খাতুন বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুতে জাসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা জননেতা রবিউল আলম, যশোর জেলা কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অশোক কুমার রায়, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক শরীফ আহমেদ বাপী ও সদস্য উপজেলা কমিটির সভাপতি আহসান উল্লাহ ময়না, সাধারণ সম্পাদক অ্যাড. আবুল কায়েস এবং পৌর কমিটির সভাপতি জাকির হোসেন এবং সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবর গভীর শোক প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ মরহুমার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। বিজ্ঞপ্তি।