যশোরে উদীচীর সমাবেশ: সংখ্যালঘুদের ওপর হামলাকারী যুবলীগ নেতার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

0

স্টাফ রিপোর্টার ॥ সুনামগঞ্জের শাল্লা উপজেলায় সংখ্যালঘুদের বাড়ি-ঘরে হামলা, ভাঙচুর, লুটপাটে জড়িতদের বিচারের দাবিতে যশোরে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী যশোর জেলা সংসদের আয়োজনে প্রেসকাব যশোরের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তরা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বাঙালির অনেক পুরনো ঐতিহ্য। সেই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে একটি গোষ্ঠী মাথাচাড়া দিয়েছে। তারা সুনামগঞ্জের শাল্লা উপজেলার সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়ি-ঘরে তান্ডব চালিয়েছে। সেই তান্ডবের নেতৃত্বদানকারী স্বাধীন মিয়া সরকার দলীয় সংগঠন যুবলীগের স্থানীয় সভাপতি ইতিমধ্যে তাকে আটক করা হয়েছে। শুধু তাকে আটক করলে হবে না। তাকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। পাশাপাশি এই ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে শাস্তি নিশ্চিত করতে হবে। উদীচীর জেলা ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুর রহমান মজনুর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- সংগঠনের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খান বিপ্লব, সহ-সভাপতি অ্যাড. আমিনুর রমান হিরু, খন্দকর রাজিবুল ইসলাম টিলন, উপদেষ্টা অ্যাড. আবুল হোসেন, সাংস্কৃতিক ও সংবাদকর্মী প্রণব দাস প্রমুখ।