যশোর ২৫০ শয্যা হাসপাতাল: টিকা নেয়ার ৩৬ দিন পর আরএমও ডা. আরিফ আহমেদ করোনায় আক্রান্ত

0

স্টাফ রিপোর্টার ॥ করোনাভাইরাস থেকে সুরক্ষার জন্যে টিকা নেয়ার ৩৬ দিন পর করোনায় আক্রান্ত হলেন যশোর ২৫০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. আরিফ আহমেদ। বর্তমানে তিনি শহরের খড়কি স্টেডিয়ামপাড়স্থ বাসভবনে অবস্থান করছেন।
করোনা ভ্যাকসিন প্রদানের শুরুতেই গত ৭ ফেব্রুয়ারি আরিফ আহমেদ করোনা টিকা গ্রহণ করেন। এদিন যশোরের জনপ্রতিনিধি, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন, হাসপাতাল তত্ত্বাবধায়ক, যশোর প্রেসকাবের সভাপতিসহ অনেকেই উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে করোনা টিকা গ্রহণ করেন। এর আগে করোনা মহামারীর ভয়াঙ্কর অবস্থার মধ্যে করোনা প্রতিরোধে কাজ করলেও ১১ মাসেও আক্রান্ত হননি আরএমও ডা. আরিফ আহমেদ। গত ৭ ফেব্রুয়ারি করোনা টিকা গ্রহণ করার ৩৬ দিন পর তিনি করোনায় আক্রান্ত হলেন। এ বিষয়ে আরিফ আহমেদের সাথে আলাপ করলে তিনি বলেন, করোনা টিকা নেওয়া হয়েছে একথা ঠিক। কিন্তু কোন কারণে হয়তো ভাইরাসের ইনফেকশন হতে পারে। অথবা, আগেও ইনফেকশন থাকতে পারে। তত্ত্বাবধায়ক ডা. দিলীপ কুমার রায়ের সাথে যোগাযোগ করা হলে তিনি ডা. মো. আরিফ আহমেদের করোনায় আক্রান্ত হওয়ার কথা নিশ্চিত করে বলেন, একজন কর্মঠ ব্যক্তি বাসায় অবস্থান করছেন করোনায় আক্রান্ত হয়ে। করোনামুক্ত হলেও শরীরের দুর্বলতা কাটাতে আরও সময় লাগবে। তিনি বলেন, হাসপাতাল পরিচালনা করতে অনেকটা সমস্যা হচ্ছে। গতকাল পর্যন্ত জেলায় ৪ হাজার ৯শ’ ৩৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন।