স্থানীয় ৬ ব্যাংকের ঋণে ৭৩টি উড়োজাহাজ কিনবে সৌদিয়া

0

লোকসমাজ ডেস্ক॥ছয়টি স্থানীয় ব্যাংকের সঙ্গে ৩০০ কোটি ডলারের অর্থ সহায়তা চুক্তি করেছে সৌদি আরবের রাষ্ট্রায়াত্ত উড়োজাহাজ সংস্থা সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনস। এই অর্থ দিয়ে সংস্থাটির জন্য ৭৩টি উড়োজাহাজ কেনা হবে। সংস্থাটির ইতিহাসে এটি সবচেয়ে বড় অর্থ সহায়তা চুক্তি। ন্যাশনাল নিউজ।
এ চুক্তির আওতায় ২০টি এ৩২১ নিওস এয়ারক্রাফট, ১৫টি এ৩২১ এক্সএলআরএস এবং ৩০টি এ৩২০নিওস এবং আটটি বোয়িং ৭৮৭-১০ এয়ারক্রাফট কেনা হবে। এর মধ্যে এ৩২০নিওস মডেলের এয়ারবাসটি সৌদি এয়ারলাইনসের তুলনামূলক কমদামি ব্র্যান্ড ফ্লাইডিলের জন্য ব্যবহূত হবে।
দেশটির পরিবহনমন্ত্রী সালেহ বিন নাসের আল জাসের বলেন, রাজ্যের অর্থনীতিতে দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি ও উন্নয়নে অবদান রাখতেই এ সহায়তা চুক্তি করা হয়েছে। সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনসের বহরের সম্প্রসারণ হলে তা দেশের পর্যটন ও এর সহযোগী খাতগুলোয় বিরাট ভূমিকা রাখবে। এছাড়া এ খাতে কর্মসংস্থান সৃষ্টি হবে, আকাশপথে উল্লেখযোগ্য হারে যোগাযোগ বাড়বে এবং বিদেশী বিনিয়োগের প্রবাহ ত্বরান্বিত করবে।
সম্প্রতি ২০৩০ সাল নাগাদ একটি লক্ষ্যমাত্রা হাতে নিয়েছে সৌদিয়া নামে পরিচিত সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনস। তা হলো প্রতি বছর ১০ কোটি পর্যটককে আকৃষ্ট করা এবং তিন কোটি হজযাত্রীর হজ পালনের ব্যবস্থা করা। আর সেজন্যই বহরে নতুন উড়োজাহাজ যুক্ত করে সংস্থার পরিধি বাড়ানোর ব্যবস্থা করা হচ্ছে।
এক্ষেত্রে যে ছয়টি ব্যাংক সৌদিয়াকে অর্থ সহায়তা দিচ্ছে, সেগুলো হলো আল রাজি ব্যাংক, সৌদি ব্রিটিশ ব্যাংক, আরব ন্যাশনাল ব্যাংক, সামবা, ব্যাংক আল জাজিরা এবং ব্যাংক আল বিলাদ। সৌদি আরবের এইচএসবিসি বিমান সংস্থাটির পরামর্শক ও বিনিয়োগ প্রতিনিধি হিসেবে কাজ করছে। এইচএসবিসি জানিয়েছে, চুক্তির আওতায় ২০২৪ সালের মাঝামাঝি পর্যন্ত সৌদিয়ার আর্থিক চাহিদা পূরণ করা হবে।
সৌদিয়ার পরিচালক জেনারেল ইব্রাহিম বিন আবদুল রহমান আল ওমর বলেন, এ অর্থ সহায়তা চুক্তির মাধ্যমে তাদের বহরে যুক্ত হবে আধুনিক প্রযুক্তিসম্পন্ন বিমান। এগুলো পরবর্তী বছরগুলোয় জাতীয় বিমান সংস্থার প্রয়োজনীয় চাহিদা পূরণ করবে।