ইউটিউবের ভিডিও দেখা যাবে টুইটারে

0

লোকসমাজ ডেস্ক॥মাইক্রোব্লগিং সাইট টুইটারে ইউটিউবের ভিডিও দেখানোর উদ্যোগ নেয়া হয়েছে। এরই মধ্যে শুরু হয়েছে পরীক্ষা। সফল হলেই ইউটিউবের ভিডিও সরাসরিই দেখা মিলবে টুইটারে। ভিডিও দেখা শেষ হলে আবারও স্ক্রল করে দেখা যাবে।
কানাডা, যুক্তরাষ্ট্র, জাপান ও সৌদি আরবের আইওএস ব্যবহারকারীরা প্রাথমিকভাবে ফিচারটি ব্যবহার করতে পারবেন। পরবর্তীতে অন্যান্য দেশেও এ সুবিধা আনতে পারে টুইটার।
বর্তমানে টুইটারে শুধু ইউটিউবের লিংক শেয়ার করা যায়। লিংকে ক্লিক করলে টুইটার থেকে বের হয়ে ইউটিউব অ্যাপে নিয়ে যায়। নতুন ফিচারটি চালু হলে টুইটার প্ল্যাটফর্মে থেকেই ভিডিও দেখা যাবে।
টুইটারের এক মুখপাত্র জানান, বর্তমান পরীক্ষামূলক কার্যক্রমটি চার সপ্তাহব্যাপী চলবে। এই কার্যক্রমের ফলের ওপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ নেবে প্রতিষ্ঠানটি।
শুধু এটিই নয়, ‘আনডু সেন্ড’ নামে নতুন একটি ফিচার যুক্ত করতে যাচ্ছে টুইটার। এর মাধ্যমে স্বল্প সময়ের মধ্যে টুইট পোস্ট ফেরাতে পারবেন ব্যবহারকারীরা। এটি এডিট বাটন না হলেও কিছুটা এডিটের মতোই কাজ করবে।