১৭ সিনেমা হলে জয়ার ‘অলাতচক্র’

0

লোকসমাজ ডেস্ক॥ মুক্তি পেয়েছে বাংলা ভাষায় নির্মিত প্রথম থ্রিডি সিনেমা ‘অলাতচক্র’। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন দ্ইু বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এটি নির্মিত হয়েছে প্রখ্যাত লেখক আহমেদ সফার উপন্যাস অবলম্বনে। এতে জয়া ছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা আহমেদ রুবেল। দেশের ১৭টি হলে চলছে সরকারি অনুদানের এই সিনেমাটি। ঢাকার স্টার সিনেপ্লেক্সের তিনটি শাখা, ব্লকবাস্টার সিনেমাসে ছবিটি থ্রিডিতে প্রদর্শিত হবে। বাকি সিনেমা হলগুলোতে টুডিতে প্রদর্শন করা হবে। বাকি যেসকল হলে ছবিটি চলবে শ্যামলী (ঢাকা), সিনেস্কোপ (নারায়নগঞ্জ), সুগন্ধা (চট্টগ্রাম), সিলভার স্ক্রীন (চট্টগ্রাম), সঙ্গীতা (খুলনা), স্কাই ভিউ (কক্সবাজার), পূরবী (ময়মনসিংহ), মডার্ন (দিনাজপুর), অভিরুচি (বরিশাল), শাপলা (রংপুর), সেনা (সাভার), বর্ষা (জয়দেবপুর), চন্দ্রিমা (শ্রীপুর)।
‘অলাতচক্র’ প্রসঙ্গে জয়া আহসান বলেন, সিনেমাটি নিয়ে অনেকদিন পরিচালকের সঙ্গে কথা হয়েছে। আহমেদ সফার উপন্যাস অবলম্বনে নির্মিত এটি। তাই গল্প নিয়ে শুরু থেকে কোনও দ্বিধা ছিল না। তিনি অত্যন্ত গুণী, গুরুত্বপূর্ণ আর প্রথাবিরোধী একজন লেখক। এছাড়াও দেশের প্রথম থ্রিডি সিনেমা এটি। সব মিলিয়ে দারুণ একটি কাজ সেটি বুঝেই অভিনয় করেছি।