ডি মারিয়া-মার্কুইনহসের বাড়ি থেকে কত টাকার সম্পদ খোয়া গেল?

0

লোকসমাজ ডেস্ক॥ মাঠের খেলায় ব্যস্ত ফুটবলাররা, এমন সময়ে বাড়িতে ডাকাতি। ইউরোপিয়ান ফুটবলে এমন ঘটনা এখন হরহামেশাই ঘটছে। সর্বশেষ ডাকাত দলের কবলে পড়লো পিএসজির দুই তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া আর মার্কুইনহসের পরিবার। ডি মারিয়া-মার্কুইনহস দুজনই পিএসজির হয়ে মাঠে নেমেছিলেন। এমন সময় তাদের বাড়ির সদস্যদের আটকে রেখে বিপুল অর্থ-কড়ি নিয়ে গেছে ডাকাতরা। এমন পরিস্থিতিতে দলের ফুটবলারদের বাড়িতে বাড়তি নিরাপত্তা প্রহরার ব্যবস্থা করতে যাচ্ছে পিএসজি। দলটির দুই তারকা নেইমার আর কিলিয়ান এমবাপের বাড়িতে আগে থেকেই ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী রয়েছে। বাকিদের জন্যও সেই ব্যবস্থা করবে বলে আশ্বাস দিয়েছে ক্লাব। শুধু ডি মারিয়া আর মার্কুইহসই নয়। এর আগে পিএসজির মাউরো ইকার্দি ও সার্জিও রিকোর ঘরেও ম্যাচ চলাকালে ডাকাতির ঘটনা ঘটেছে। সবগুলো ঘটনার তদন্ত করছে ফ্রান্সের বিশেষ পুলিশ ইউনিট।
ফরাসি সংবাদপত্র এল’ইকুইপ জানিয়েছে, গত সোমবার প্যারিসে ডি মারিয়ার বাসায় লোকচক্ষু ফাঁকি দিয়েই ঢুকে পড়ে একদল ডাকাত। বাড়ি থেকে মূল্যবান ঘড়ি এবং অলঙ্কার নিয়ে গেছে তারা। যার মূল্য ৫ লাখ ইউরোর বেশি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ কোটি ৬ লাখ টাকা)। একইসময়ে আরেকটি ডাকাতদল পিএসজি অধিনায়ক মার্কুইনহসের বাড়িতে হানা দেয়। ঘর তল্লাশির সময় তারা ব্রাজিলিয়ান এই ফুটবলারের বাবাকে আটকে রাখে বলে জানা গেছে। ফরাসি দৈনিক ‘লে পারসিয়ান’ জানিয়েছে, মার্কুইনহসের বাড়ি থেকে দামি ব্যাগ, অলঙ্কার এবং অন্যান্য মূল্যবান কিছু জিনিসসহ নগদ ২ হাজার ইউরো (বাংলাদেশি মুদ্রায় ২ লাখ টাকার ওপরে) নিয়ে গেছে ডাকাতরা। যদিও তার অন্যান্য সম্পদসহ মোট কত ক্ষতি হয়েছে, সেই হিসেব সঠিকভাবে পাওয়া যায়নি। প্রতিবেদন থেকে আরও জানা গেছে, ডাকাতদল মার্কুইনহসের নিজের বাড়ি ভেবে তার বাবার বাড়িতে হানা দেয়। এসময় সে বাড়িতে ব্রাজিলিয়ান ফুটবলারের বাবার সঙ্গে আরও দুজন কিশোর উপস্থিত ছিলেন। বাড়ির তিনজনকে একটি ঘরে আটকে রেখে তাণ্ডব চালায় ডাকাতরা। মার্কুইনহসের বাবার মুখ ও বুকের কয়েক জায়গায় তারা আঘাতও করে। পুলিশ জানিয়েছে, দুটি ঘটনার মধ্যে যোগসাজশ আছে কিনা সেটিও তদন্ত করা হচ্ছে।