টিকার নিবন্ধন ছাড়াল ৫৮ লাখ, গ্রহীতা প্রায় ৪৬ লাখ

0

লোকসমাজ ডেস্ক॥ রাজধানীসহ সারাদেশে করোনার টিকা গ্রহণের জন্য নিবন্ধন করেছেন ৫৮ লাখ ৭১ হাজার ৪৪২ জন। তাদের মধ্যে বুধবার (১৬ মার্চ) পর্যন্ত টিকা নিয়েছেন ৪৫ লাখ ৮০ হাজার ৩৯১ জন। তাদের মধ্যে পুরুষ ২৮ লাখ ৯৭ হাজার ৬৪ জন ও নারী ১৬ লাখ ৮৩ হাজার ৩২৭ জন। টিকার বিরূপ প্রতিক্রিয়ার উপসর্গ নিয়ে এখন পর্যন্ত রিপোর্ট করেছেন ৮৯৭ জন। ম২৪ ঘণ্টায় সারাদেশে টিকা গ্রহণ করেছেন ৯৪ হাজার ৪৩৭ জন। তাদের মধ্যে পুরুষ ৫২ হাজার ৭০৯ জন ও নারী ৪১ হাজার ৭২৮ জন। এ সময়ে টিকার বিরূপ প্রতিক্রিয়ার উপসর্গ নিয়ে রিপোর্ট করেছেন মাত্র তিনজন। বুধবার স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (এমআইএস) অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের তথ্য-উপাত্ত বিশ্লেষণে দেখা গেছে, দেশে মোট টিকাগ্রহণকারী ৪৫ লাখ ৮০ হাজার ৩৯১ জনের মধ্যে ঢাকা বিভাগে ১৪ লাখ ৪৯ হাজার ৪০২ জন, ময়মনসিংহ বিভাগে দুই লাখ ৩৪৭ জন চট্টগ্রাম বিভাগে নয় লাখ ৪৩ হাজার ২২০ জন, রাজশাহী বিভাগে পাঁচ লাখ ১ হজার ৪০১ জন, রংপুর বিভাগে চার লাখ ৩৭ হাজার ৪৯ জন, খুলনা বিভাগে পাঁচ লাখ ৯৯ হাজার ৭৪৫ জন, বরিশাল বিভাগে দুই লাখ তিন হাজার ৩৬৮ জন এবং সিলেট বিভাগে দুই লাখ ৪৫ হাজার ৮৫৯ জন রয়েছেন। বুধবার টিকা গ্রহীতা ৯৪ হাজার ৪৩৭ জনের মধ্যে মধ্যে ঢাকা বিভাগে ২৭ হাজার ৫৮৬ জন, ময়মনসিংহ বিভাগে ছয় হাজার ৯৩১ জন, চট্টগ্রাম বিভাগে ১৬ হাজার ৫৯ জন, রাজশাহী বিভাগে ১১ হাজার ৮১৪ জন, রংপুর বিভাগে ১৩ হাজার ৮৫১ জন, খুলনা বিভাগে ১১ হাজার ৩০৯ জন, বরিশাল বিভাগে চার হাজার ৩০৩ জন এবং সিলেট বিভাগে দুই হাজার ৫৮৪ জন রয়েছেন। গত ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। ওই দিন প্রথম টিকা নেন রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তা। প্রথম দফায় কয়েকশ’ মানুষকে পরীক্ষামূলকভাবে টিকা দেয়া হয়। এরপর ৭ ফেব্রুয়ারি থেকে রাজধানীসহ সারাদেশে টিকাদান কর্মসূচি চলমান রয়েছে।