সেরা পাঁচে ভারতের ‘বোট’

    0

    লোকসমাজ ডেস্ক॥স্মার্টওয়াচ ও তারহীন ইয়ারবাডস বিক্রিতে বর্তমানে শীর্ষে রয়েছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। বাজার গবেষণা প্রতিষ্ঠান আইডিসির সাম্প্রতিক তথ্যমতে, স্মার্টওয়াচ বাজারে ৩৬ দশমিক ২ শতাংশ শেয়ার নিয়ে গত বছরের চতুর্থ প্রান্তিক থেকে শীর্ষে অবস্থান করছে অ্যাপল।আইডিসি জানায়, এ সময়ে ঘড়ি সরবরাহের সংখ্যা ৪৫ দশমিক ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অ্যাপলের বিভিন্ন দামের নতুন তিনটি ঘড়ি (সিরিজ ৬, ওয়াচ এসই ও সিরিজ ৩) বাজারে বেশ সাড়া ফেলেছে।
    দ্বিতীয় স্থান ধরে রেখে গত বছরের চতুর্থ প্রান্তিক শেষ করেছে চীনা প্রযুক্তি জায়ান্ট শাওমি। প্রতিষ্ঠানটির শেয়ার ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যদিও জনপ্রিয় এমআই ব্যান্ড লাইনআপের সরবরাহ ১৮ দশমিক ৩ শতাংশ হ্রাস পেয়েছে, তারপরও শাওমির ইয়ারবাডসের সরবরাহ ৫৫ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
    তালিকার তৃতীয় স্থানে রয়েছে দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠান স্যামসাং। স্বল্প মূল্যের রিস্টব্যান্ডস বিক্রিতে বেশ সাফল্য পেয়েছে প্রতিষ্ঠানটি। প্রতিযোগিতার বাজারে অবিরাম লড়াই চালিয়ে যাওয়া চীনা প্রতিষ্ঠান হুয়াওয়ে রয়েছে চতুর্থ স্থানে। চীন ও জাপান বাদে প্রায় সব দেশেই প্রতিষ্ঠানটির পণ্যের সরবরাহ কমেছে।
    সেরা পাঁচে জায়গা পেয়েছে ভারতীয় ব্র্যান্ড বোট। প্রতিষ্ঠানটি মূলত ভারতের বাজারে পণ্য বিক্রি করে থাকে।
    সূত্র:গ্যাজেটস নাউ