মোদির নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে শ্যামনগরে র‌্যাব ডিজি

0

সাতক্ষীরা সংবাদদাতা॥ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার যশোরেশ্বরী কালীমন্দিরসহ সংশ্লিষ্ট এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন র‌্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। সোমবার (১৫ মার্চ) যশোরেশ্বরী কালীমন্দির প্রাঙ্গণ, হেলিপ্যাডসহ নিরাপত্তার সার্বিক প্রস্তুতি পর্যবেক্ষণ শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। মোদির সফর সফল করতে এলাকার সর্বস্তরের মানুষের সহায়তা কামনা করেন। একই সঙ্গে নিরাপত্তা ব্যবস্থা কেউ ব্যাহতের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা গ্রহণের কথা জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান মনিরুল ইসলাম, র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল তোফায়েল মোস্তফা সরোয়ার, র‌্যাব-৬ এর কমান্ডিং অফিসার লে. কর্নেল রওশনুল ফিরোজ, সাতক্ষীরার পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, শ্যামনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন প্রমুখ।