‘আইপিএলে বেশি দামে কিনলেই পিচ সবুজ আর বাউন্ডারি বড় হয়ে যাবে না’

0

লোকসমাজ ডেস্ক॥ আইপিএলের একেকটা আসর যেতেই হিসেব-নিকেশ শুরু হয়ে যায়, এত টাকা দিয়ে এই খেলোয়াড়কে কেনা হলো, রানপ্রতি বা উইকেটপ্রতি কত খরচ হলো! গতবার প্যাট কামিন্সকে সর্বোচ্চ মূল্য সাড়ে ১৫ কোটি রুপিতে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর), কিন্তু পরে এ নিয়ে সমর্থকদের কম কথা শুনতে হয়নি তাদের। কামিন্স যে সেভাবে পারফর্মই করতে পারেননি। গত আইপিএলে নাইট রাইডার্সের হয়ে ১৪ ম্যাচে ১২টি উইকেট দখল করেন অস্ট্রেলিয়ান এই পেসার। ওভারপ্রতি রান খরচ করেন ৭.৮৬। এবার নিলামে কামিন্সের রেকর্ড ভেঙেছেন ক্রিস মরিস। সোয়া ১৬ কোটি রুপিতে তাকে রাজস্থান রয়্যালস কিনে নিয়েছে, তিনিই এখন টুর্নামেন্টে সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া খেলোয়াড়। এবার তাহলে চাপটা মরিসের ওপর পড়বে? সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়ার চাপ? এই দামাদামির প্রসঙ্গ নিয়ে কামিন্স কেকেআরের অফিসিয়াল ওয়েবসাইটে বলেন, ‘যখন আপনি যে কোনো জায়গায় পেশাদার ক্রিকেট খেলবেন, অনেক চাপ থাকবেই। যদি আপনি ভালো একটি ম্যাচ পার করেন, তবে আবারও তেমন করার চাপ। খারাপ ম্যাচ কাটলে পারফর্ম করার চাপ।’ অস্ট্রেলিয়ান পেসার যোগ করেন, ‘আমার মনে হয়, নিলাম আরেক ধরনের চাপ। আপনাকে সেটা মানিয়ে নেয়ার চেষ্টা করতে হবে। শুধুমাত্র অনেক টাকায় বিক্রি হয়েছেন বলেই হঠাৎ করে বল সুইং করা কিংবা উইকেট হঠাৎ সবুজ অথবা বাউন্ডারি বড় হয়ে যাবে না।’ বোলারদের জন্য আইপিএলের মাঠ বরাবরই কঠিন উল্লেখ করে কামিন্স বলেন, ‘মাঠ কিন্তু একই থাকবে। আমাকে কেবল সেদিকে মনোযোগ রাখতে হবে যে কিভাবে ভালো করা যায়। আমার মনে হয়, সেটা করতে পারলেই কেকেআরের হয়ে সেরা সাফল্য এনে দেয়া সম্ভব।’