‘এখতিয়ারগত ত্রুটি থাকায়’ কাদের মির্জার বিরুদ্ধে মামলা নেয়নি আদালত

0

লোকসমাজ ডেস্ক॥ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট পৌর মেয়র ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জার বিরুদ্ধে মামলা নেয়নি আদালত। আওয়ামী লীগের বিবদমান দু’টি গ্রুপের সহিংসতার জেরে প্রতিপক্ষ মামলাটির আবেদন করলে শুনানির এখতিয়ার না থাকার কথা জানিয়ে মামলাটি নাকচ করে ফেরত দেয় আদালত। উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খানকে লাঞ্ছিত করার অভিযোগে তার স্ত্রী ও উপজেলা ভাইস চেয়ারম্যান আরজুমান পারভীন রুনু ওই মামলাটির আবেদন করেন। সোমবার দুপুরে ১২টার দিকে নোয়াখালীর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এস এম মোছলে উদ্দিন মিজানের আদালতে মামলার আবেদন দাখিল করা হয়। আদালত সূত্রে জানা গেছে, এখতিয়ারগত ত্রুটি থাকায় কাদের মির্জার বিরুদ্ধে ওই মামলা নেয়নি আদালত। বাদিপক্ষের আইনজীবীর দ্রুত বিচার আইনে দায়ের করা মামলাটি শুনানি করার এখতিয়ার না থাকায় বেলা ৩টার দিকে আদালত মামলাটি নাকচ করে ফেরত দেয়। মামলায় মেয়র আবদুল কাদের মির্জাকে প্রধান আসামি করে ৯৮ জনের নাম উল্লেখ করা হয়। তবে মঙ্গলবার নোয়াখালী দ্রুত বিচার আদালতের বিচারিক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শোয়েব উদ্দিন খাঁনের আদালতে এ মামলা দায়ের করা হবে বলে বাদিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো: হারুনুর রশীদ হাওলাদার জানিয়েছেন।